প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ২৩:৩২
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প: নিহত ১৪৪, আহত ৭৩২, বিপর্যস্ত অবকাঠামো

মিয়ানমারে শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত ও ৭৩২ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এমআরটিভি। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
|আরো খবর
৭.৭ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প দেশটির কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয় (OCHA)। সংস্থাটির একজন কর্মকর্তা বলেছেন, “আমরা ক্ষতিগ্রস্ত মানুষের তথ্য, অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং জরুরি মানবিক সহায়তার চাহিদা সম্পর্কে তথ্য সংগ্রহ করছি, যাতে দ্রুত কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করা যায়।”
রেড ক্রসের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে বহু ভবন ও জনসাধারণের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বড় বাঁধগুলোর অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে ছয়টি রাজ্য ও অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তর্জাতিক রেড ক্রস ফেডারেশনের (IFRC) প্রোগ্রাম সমন্বয়কারী মেরি ম্যানরিক বলেছেন, "সড়ক, সেতু এবং সরকারি ভবনসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের আশঙ্কা রয়েছে যে বড় বাঁধগুলোর অবস্থা গুরুতর হতে পারে।"
তিনি আরও বলেন, "মিয়ানমারের মান্ডালে ও সাগাইং সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুটি ধসে পড়েছে, যা বড় ধরনের পরিবহন ও লজিস্টিক সমস্যার সৃষ্টি করবে। সাগাইং-এ বর্তমানে দেশটির সর্বোচ্চ সংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ বসবাস করে, ফলে এটি আরও গুরুতর পরিস্থিতির সৃষ্টি করতে পারে।"
এই ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ ও রেড ক্রস। পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষজ্ঞ দল কাজ করছে, বিশেষ করে বাঁধ ও সেতুগুলোর বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
ডিসিকে/এমজেডএইচ