বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৭

সায়মা ওয়াজেদ পুতুলের ডব্লিউএইচও পদে নিয়োগে অনিয়মের অভিযোগে দুদকের অনুসন্ধান

নিয়োগে অনিয়মের অভিযোগ

মো. জাকির হোসেন
নিয়োগে অনিয়মের অভিযোগ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্তার হোসেন জানান, সায়মা ওয়াজেদ পুতুল যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও-এর আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়েকে এই পদে নিয়োগ দিতে নিজের ক্ষমতা অনৈতিকভাবে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক তথ্য যাচাই শেষে দুদক এই অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া, অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করেছে। এ বিষয়ে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং ভাগনি আজমিনা সিদ্দিকের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে, সরকারের পক্ষ থেকে ডব্লিউএইচও-কে চিঠি দিয়ে সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে যোগাযোগ না করে সরাসরি সংস্থাটির সদর দপ্তরের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। চিঠিতে পুতুলের বিরুদ্ধে আর্থিক ও ফৌজদারি অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

দুদকের এই অনুসন্ধান ও সরকারের অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সায়মা ওয়াজেদ পুতুলের ডব্লিউএইচও পদে নিয়োগের প্রক্রিয়া এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিরূপণে দুদকের এই অনুসন্ধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়