প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২০
মস্কোয় বিস্ফোরণে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
রাশিয়ার রাজধানী মস্কোয় স্কুটারে লুকানো বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণে দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ইগর কিরিলোভ নিহত হয়েছেন। তিনি রুশ সশস্ত্র বাহিনীর রাসায়নিক, জৈবিক ও বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ছিলেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে তদন্তকারীরা নিশ্চিত করেছেন।
|আরো খবর
ঘটনাস্থল ছিল মস্কোর রিয়াজানস্কি অ্যাভিনিউ। একটি আবাসিক ভবনের প্রবেশদ্বারের সামনে স্কুটারে রাখা বিস্ফোরকটি ইগর কিরিলোভ ও তাঁর সহকারী ভবন থেকে বের হওয়ার সময় বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু ঘটে।
তদন্ত ও প্রাথমিক ধারণা
রাশিয়ার তদন্ত কমিটি জানায়, আজ সকালে বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে এর আঘাতে ভবনের বেশ কয়েকটি জানালা ভেঙে যায় এবং প্রধান দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের উদ্দেশ্য বা কারা এর পেছনে রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
ইগর কিরিলোভ: সামরিক জীবনের সংক্ষিপ্ত পরিচয়
ইগর কিরিলোভ ২০১৭ সাল থেকে রাসায়নিক, জৈবিক ও বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বে ছিলেন। তাঁর নেতৃত্বে রাশিয়া এই বাহিনীর কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করে। গত অক্টোবরে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
বিস্ফোরণের পেছনে নাশকতা?
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ায় একের পর এক হামলা ও নাশকতার ঘটনা বাড়ছে। সাম্প্রতিক এই বিস্ফোরণও একটি পরিকল্পিত হামলা বলে সন্দেহ করা হচ্ছে।
রাশিয়া সরকার ও সামরিক মহলে এ ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতির বিষয়ে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো এখনও বিস্তারিত কিছু জানায়নি।