প্রকাশ : ২১ আগস্ট ২০২১, ১৯:৩১
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব
সকল জল্পনা অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ইসমাইল সাবরি ইয়াকুব। সদ্য বিলুপ্ত সরকারের ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির রাজা আল সুলতান আবদুল্লাহ। শুক্রবার দেশটির বিভিন্ন অঞ্চলের শাসক এবং কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মালয়েশিয়ার রাজা। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
|আরো খবর
এর আগে ২২২ আসনের পার্লামেন্টে ১১৪ সদস্যের সমর্থন নিশ্চিত করেন ইয়াকুব। করোনা মোকাবিলায় শুরু থেকে অনেকটা সফল থাকলেও বর্তমানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটি প্রতিদিনই সংক্রমনের রেকর্ড ভাঙছেন ব্যর্থতার অভিযোগ ওঠায় আন্দোলন পর্যন্ত হয়েছে সোমবার জনগণের দাবি মেনে নিয়ে পদত্যাগ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। ভেঙ্গে দেয়া হয় পার্লামেন্ট।