বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২১, ০৯:০৭

ইতালিতে রেকর্ড একদিনে ৯৮ হাজার আক্রান্ত মৃত্যু ১৪৮

ইতালি প্রতিনিধি
ইতালিতে রেকর্ড একদিনে ৯৮ হাজার আক্রান্ত মৃত্যু ১৪৮

করোনায় আক্রান্তের সংখ্যা রেকর্ড ইতালিতে। দিনদিন নতুন করে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। বুধবার ২৯ ডিসেম্বর একদিনে ৯৮ হাজার ২০ জন আক্রান্ত হয়েছে। একই দিনে ১৪৮ জন মারা গেছে। পাশাপাশি একদিনে ১ লাখ ২৯ হাজার ৪২৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগে চলতি সপ্তাহে একদিনে এত আক্রান্ত হয়নি দেশটিতে। আগের দিন ২৮ ডিসেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ৭৮ হাজার ৩১৩ এবং মৃত্যু হয় ১৯০ জনের।

স্থানীয় বিভিন্ন সংবাদে এসব তথ্য পাওয়া গেছে। স্থানীয় ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীরা একটু আতংকিত। এদিকে ইতালি সরকার দেশের নাগরিকদের সুরক্ষা দিতে গ্রীনপাস থাকা সত্বেও নতুন ডিক্রি জারি করে যা ২৩ ডিসেম্বর থেকে আগামী মার্চ পর্যন্ত এফএফপি-২ মাস্ক বাধ্যতামুলক করা হয়েছে। এ মাস্ক যানবাহনে, সিনেমা, থিয়েটার,বিনোদনের স্থান, জাদুঘর, স্টেজ, ক্রীড়া, লম্বা সফর এবং পাবলিক ট্রান্সপোর্টে বাধ্যতামুলক করা হয়।

উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুত্রে এ পর্যন্ত ১৭ কোটি তেইশ লক্ষ ৭৮ হাজার ৭৬০টি গ্রীন পাস ইস্যু করা হয়েছে ইতালিতে। এ সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়