বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৫

ক্যান্সার ও ট্রান্সপ্ল্যান্ট রোগীদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত: বিশেষ সহকারী ডা. খসরু

মো: জাকির হোসেন
ক্যান্সার ও ট্রান্সপ্ল্যান্ট রোগীদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত: বিশেষ সহকারী ডা. খসরু
ছবি : সংগৃহীত

ক্যান্সার, ট্রান্সপ্ল্যান্টসহ তিনটি জটিল রোগের সুচিকিৎসা দেশে নিশ্চিত করার লক্ষ্যে রোগীদের সর্বাত্মক সহায়তা প্রদান করবে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি অধ্যাপক ডা. সায়েদুর রহমান খসরু।

সম্প্রতি এক সেমিনারে ডা. খসরু বলেন, "ক্যান্সার, কিডনি ও লিভার ট্রান্সপ্ল্যান্টের মতো রোগের জন্য এখন আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। দেশেই এসব রোগের উন্নত চিকিৎসার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। চিকিৎসা ব্যয় বহনে অক্ষম রোগীদের জন্য সরকারি সহায়তার বিশেষ ব্যবস্থা থাকবে।"

তিনি আরও জানান, সরকার ইতিমধ্যে স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। বিশেষ করে এই তিনটি রোগের চিকিৎসার জন্য আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনশক্তি তৈরিতে জোর দেওয়া হয়েছে। দেশের কয়েকটি বিশেষায়িত হাসপাতালে এ সেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

চিকিৎসাসেবায় এই উদ্যোগ জনগণের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, এ পদক্ষেপ বাস্তবায়িত হলে বিদেশমুখী রোগীদের সংখ্যা কমবে এবং দেশের স্বাস্থ্যখাত আরও শক্তিশালী হবে।

সরকারি উদ্যোগের ফলে ক্যান্সার ও ট্রান্সপ্ল্যান্ট রোগীদের চিকিৎসার জন্য বিদেশে গিয়ে বিপুল অর্থ ব্যয়ের প্রবণতা হ্রাস পাবে। এ বিষয়ে সরকারের কার্যকরী পদক্ষেপের জন্য দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ মহল প্রশংসা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়