প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৬:২৬
ফেমাস স্পেশালাইজড হসপিটাল ও চাঁদপুর ব্যাংকার্স ক্লাবের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ে সমঝোতা স্মারক
চাঁদপুরে ব্যাংকার্স ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় চাঁদপুর শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টার এবং চাঁদপুর ব্যাংকার্স ক্লাবের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
হসপিটালের পক্ষে প্রধান নির্বাহী আবু জাফর এবং ব্যাংকার্স ক্লাবের পক্ষে সদস্য সচিব গোলাম গাউস রাসেল স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন হসপিটালের এডমিন এন্ড এইচআর কামরুল ইসলাম জুগলু, ব্যাংকার্স ক্লাবের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল মামুনসহ ক্লাবের নেতৃবৃন্দ।
সমঝোতা স্মারকের মাধ্যমে ব্যাংকার্স ক্লাবের প্রায় চার শতাধিক সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারে স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় পাবেন।