বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:১৬

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মজুমদারের দাফন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা  বজলুর রশিদ মজুমদারের দাফন
বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশিদ মজুমদারকে গার্ড অব অনার প্রদান করছেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাভেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে মতলব দক্ষিণ থানার পুলিশ।
মুহাম্মদ আরিফ বিল্লাহ

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশিদ মজুমদার বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে দশটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ------ রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ ছেলে, ৪ মেয়ে, স্ত্রী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ঘিলাতলী ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবৃন্দসহ এলাকার সর্বস্তরের মুসলমান অংশগ্রহণ করেন।

জানাজার পূর্বে বিকেলে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাভেদ হোসেন চৌধুরী ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. সালেহ আহমেদের নেতৃত্বে মতলব থানার ফোর্স বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশিদ মজুমদারকে গার্ড অব অনার প্রদান করা হয় ।

মরহুম বজলুর রশিদ মজুমদার নারায়ণপুর পৌরসভার ১৫২নং বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং ঘিলাতলী ফাজিল মাদরাসার গভর্নিং বডির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়