প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:১৬
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মজুমদারের দাফন
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশিদ মজুমদার বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে দশটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ------ রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ ছেলে, ৪ মেয়ে, স্ত্রী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ঘিলাতলী ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবৃন্দসহ এলাকার সর্বস্তরের মুসলমান অংশগ্রহণ করেন।
জানাজার পূর্বে বিকেলে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাভেদ হোসেন চৌধুরী ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. সালেহ আহমেদের নেতৃত্বে মতলব থানার ফোর্স বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশিদ মজুমদারকে গার্ড অব অনার প্রদান করা হয় ।
মরহুম বজলুর রশিদ মজুমদার নারায়ণপুর পৌরসভার ১৫২নং বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং ঘিলাতলী ফাজিল মাদরাসার গভর্নিং বডির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন।