প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৭
ফরিদগঞ্জে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা
ফরিদগঞ্জে আর্থিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত এমন বেশ কিছু এনজিও'র মাসিক সমন্বয় সভা বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সভাপতি অ্যাড. এমরান হোসেন, ব্যুরো বাংলাদেশের ম্যানেজার মিথুন চন্দ্র পাল, আশা’র ব্রাঞ্চ ম্যানেজার জমির উদ্দীন, আইসিডিডিআরবির ফিল্ড অর্গানাইজার রাজু আহম্মেদ, ব্র্যাক ম্যানেজার হুমায়ন কবির, চাঁদপুর ডিপিওডির সহ-সমন্বয়ক সাইফুল ইসলাম প্রমুখ।