সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ২৩:২৪

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাবুরহাট ক্যাম্পাসের ক্লাসপার্টি ও সাংস্কৃতিক উৎসব-২০২৪ এবং সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাবুরহাট ক্যাম্পাসের ক্লাসপার্টি ও সাংস্কৃতিক উৎসব-২০২৪ এবং সম্মাননা প্রদান

গতকাল ৩০ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাবুরহাট ক্যাম্পাসের ক্লাসপার্টি ও সাংস্কৃতিক উৎসব-২০২৪ এবং সম্মাননা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সৃজনশীল প্রশ্নের উত্তর দেন। শিক্ষার্থীরা যাতে সঠিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের পরিণত করতে পারে সে লক্ষ্যে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া তিনি স্টুডেন্ট অফ দ্য ইয়ার, প্রিন্সিপাল অ্যাওয়ার্ড এবং বেস্ট গার্ডিয়ান অ্যাওয়ার্ড পুরস্কার শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. নূর খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মোঃ শিবলী সাদিক। ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুরের কর্মকর্তাগণ এবং প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাসপার্টি ও সাংস্কৃতিক উৎসব এবং সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্বিক সাফল্যমণ্ডিত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়