শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১৯:৩২

চাঁদপুর মে‌ডিকেল ক‌লে‌জের প্রথম ব‌্যাচের ইন্টার্ন চিকিৎসকদের বরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মে‌ডিকেল ক‌লে‌জের প্রথম ব‌্যাচের ইন্টার্ন চিকিৎসকদের বরণ

চাঁদপুর মে‌ডিকেল ক‌লে‌জের প্রথম ব‌্যা‌চের ইন্টার্ন চি‌কিৎসক‌দের বরণ ক‌রে নিয়েছে ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখা।

২২ অক্টোবর রাত ৮টায় চাঁদপুর শহ‌রের রেড চি‌লি চাই‌নিজ রেস্তোরাঁয় এই বরণ অনুষ্ঠা‌নে সংগঠনের সভাপ‌তি ডাঃ মোবারক হো‌সেন চৌধুরীর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন সংগঠ‌নের উপ‌দেষ্টা ও সা‌বেক সভাপ‌তি ডাঃ এমএ তাহের।

সভাপ‌তির বক্ত‌ব্যে ডা. মোবারক হোসেন চৌধুরী ব‌লেন, বিগত স্বৈরশাস‌কের লুটপা‌টের কার‌ণে আজ দে‌শের এ অবস্থা হ‌য়ে‌ছে। বিগত দি‌নের সকল ভুল ঠিক করে আগামীর বাংলা‌দেশ গড়‌তে হ‌বে। কে কোন্ দল কর‌ছো তা আমা‌দের কাছে বি‌বেচনার বিষয় নয়। কে ভালভা‌বে চি‌কিৎসা‌সেবা দি‌চ্ছ তা আমা‌দের দেখার বিষয় । তোমরা আজ ৩৮ জন ডাক্তার, তোমাদের একজন রি‌প্রেজেন্টিটিভ তৈরি ক‌রে নেবে, যা‌দের নেতৃ‌ত্বে তোমরা ‌তোমা‌দের সমস‌্যা প‌রিচালক মহোদয়ের কা‌ছে তু‌লে ধর‌তে পার‌বে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহ‌মেদ কাজ‌লের প‌রিচালনায় বি‌শেষ অ‌তিথির বক্তব‌্য রা‌খেন চাঁদপুর মে‌ডি‌কেল ক‌লে‌জের অধ‌্যাপক ডাঃ সা‌লেহ আহ‌মেদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড‌্যাব) চাঁদপুর জেলা শাখার উপ‌দেষ্টা ডাঃ জাহাঙ্গীর খান, চাঁদপুর ২৫০ শয‌্যা বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান, চাঁদপুর মে‌ডিকেল ক‌লে‌জের ভাইস প্রিন্সিপাল ডাঃ হারুন-অর-র‌শিদ, ডাঃ আজাদ, ইন্টার ডাক্তারদের পক্ষ থেকে ডাঃ ইসফাত জাহান ও ডাঃ শাখাওয়াত হো‌সেন রা‌হি।

স্বাগত বক্তব‌্য রা‌খেন চাঁদপুর মে‌ডি‌কেল ক‌লে‌জের ইন্টার্ন ডাক্তার সমন্বয়কারী ডাঃ মীর মোহাম্মদ মুনতাকিম হায়দার।

ইন্টার্ন চি‌কিৎসক শামছুন নাহার হেনা‌নের উপস্থাপনায় বক্তারা ব‌লেন, ফ‌্যা‌সিস্ট সরকার কোনো ধরনের ইনফ্রাসট্রাকচার তৈ‌রি না ক‌রে মেধাবী ছাত্র-ছাত্রী‌দের ভ‌র্তি ক‌রে মে‌ডিকেল ক‌লে‌জের অনু‌মোদন দেয়। বর্তমা‌নে আমরা অ‌স্থির এক‌টি সময় পার কর‌ছি। অ‌স্থির সম‌য়ে চি‌কিৎসা সেবা প্রদান চ‌্যা‌লে‌ঞ্জিং কাজ। ইন্টার্ন চি‌কিৎসরা চাঁদপুর সরকা‌রি জেনারেল হাসপাতা‌লে ইন্টা‌র্নিতে যোগদান করার পর হাসপতা‌লে সেবার মান অ‌নেক গুণ বৃ‌দ্ধি পে‌য়েছে। কিন্তু ভালো বিষয়‌টি নি‌য়ে কোনো সংবাদ প্রকাশ হয়‌নি, যা দুঃখজনক।

অনুষ্ঠা‌নে বক্ত‌ব্যের শুরু‌তে জুলাই ছাত্র- জনতার গণঅভ্যুত্থা‌নে নিহত শহীদ‌দের স্মর‌ণে এক মি‌নিট নীরবতা পালন করা হয়। পরে ইন্টার্ন চিকিৎসক রিসিপশন অনুষ্ঠানের সমন্বয়ক ডা. সৈয়দ আহমদ কাজলের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

উল্লেখ্য, ২০১৮-১৯ সেশনে চাঁদপুর মেডিকেল কলেজের যাত্রা শুরু হয় তৎকালীন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনির হাত ধরে। তাঁর প্রচেষ্টায় ২০১৮ সালে চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। দীপু মনি শিক্ষামন্ত্রী হওয়ার পর প্রথম চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়