বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ২২:১৯

চাঁদপুরে ‘এইচপিভি টিকাদান কার্যক্রম’ সম্পর্কে অবহিতকরণ সভা

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুরে ‘এইচপিভি টিকাদান কার্যক্রম’ সম্পর্কে অবহিতকরণ সভা

চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় জেলা পর্যায়ে ‘এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪’-এর সম্পর্কে ২২ অক্টোবর মঙ্গলবার বেলা ১০টায় গার্ল ইন কাব এবং গার্ল ইন স্কাউটস্-এর অংশগ্রহণে সদর উপজেলার চাঁদপুর স্কাউটস্ ভবন হলরুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুরের কমিশনার শামসুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস সম্পাদক অজয় ভৌমিক, সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ ইউসুফ, বাংলাদেশ স্কাউটস্ সহকারী পরিচালক পূরবী সরকার শম্পা, বিটিভি ও দৈনিক ইত্তেফাক চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ শাহরিয়া পলাশ প্রমুখ। অবহিতকরণ সভায় জেলা তথ্য অফিসার তপন বেপারী স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন। সভায় বক্তারা এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪-এর গুরুত্ব সম্পর্কে বিস্তর আলোকপাত করেন এবং চাঁদপুরে শতভাগ টিকাদান কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। জেলা তথ্য অফিসার জানান, এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪ উপলক্ষে জেলা তথ্য অফিসে বিনামূল্যে রেজিস্ট্রেশন সেবা চালু আছে। অনুষ্ঠানে গার্ল ইন কাব এবং গার্ল ইন স্কাউটস্-এর সদস্যসহ প্রায় ৬০ জন অতিথি উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়