প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১০:২৮
৯ সেপ্টেম্বর চাঁদপুর পৌরসভার ৫, ১১, ১৪নং ওয়ার্ডে গণটিকার দ্বিতীয় ডোজ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় দেশের বিভিন্নস্থানের ন্যায় চাঁদপুর পৌরসভার উদ্যোগে চাঁদপুর পৌর এলাকায় গত ৭ ও ৯ আগস্ট গণটিকার ১ম ডোজ প্রদান করা হয়। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার পৌর এলাকার ১২টি ওয়ার্ডের ২৪শ’ নারী পুরুষের মাঝে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হলেও বাকী থাকে পৌর এলাকার ৩টি ওয়ার্ড।
|আরো খবর
৯ সেপ্টেম্বর বুধবার চাঁদপুর পৌরসভার রঘুনাথপুর ৫নং ওয়ার্ড, গুনরাজদী ১১নং ওয়ার্ড ও বাবুরহাট ১৪নং ওয়ার্ডে করোনার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। যারা প্রথমডোজ গ্রহণ করেছেন, তারাই শুধু দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর স্বাস্থ্য বিভাগের কর্মীগণ বাদপড়া ৩টি ওয়ার্ডের নর-নারীদের মাঝে করোনার টিকা প্রদান করবেন।
দ্বিতীয় ডোজ গ্রহণকারীদেরকে নির্দিষ্ট দিনে উল্লেখিত পৌর এলকার নির্দিষ্ট টিকা কেন্দ্রে প্রথমডোজ টিকা গ্রহনের কার্ড ও পরিচয়পত্রের ফটো কপি নিয়ে দ্বিতীয়ডোজ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।