প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৫
করোনা টিকা নিতে মানুষের দুর্ভোগ (ভিডিও দেখুন)
করোনার টিকা নিতে এসে মানুষের দুর্ভোগ কমছে না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়েও অনেকের টিকা মিলছে না। লাইনে না দাঁড়িয়ে কিছু সংখ্যক লোক কৌশলে টিকা কেন্দ্রে ঢুকে সহজেই টিকা গ্রহণ করে বাড়ি ফিরে যাচ্ছে। অথচ দূর-দূরান্ত থেকে অসংখ্য নারী-পুরুষ দীর্ঘ লাইনে টিকার জন্য অপেক্ষা করতে হয়।
|আরো খবর
এমন অভিযোগ ভুক্তভোগীদের। মানুষের ভোগান্তি কমাতে তারা টিকার বুথ বাড়ানোর জন্য দাবি জানিয়েছে।
এদিকে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সারাদেশের ন্যায় চাঁদপুরেও শুরু হয়েছে গণটিকার দ্বিতীয় ডোজ। সিভিল সার্জন ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ শহরের ও উপজেলার বিভিন্ন গণটিকা কেন্দ্র ও চাঁদপুর সরকারি জেলা হাসপাতাল টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন।
এ সময় সিভিল সার্জন জানান, আমাদের জনবলের অভাব রয়েছে। তারপরও সবাই যাতে টিকা পায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। ১২ই সেপ্টেম্বর থেকে স্কুল খুলবে। শহরের লেডি প্রতিমা স্কুল টিকা কেন্দ্রে ওই সময় টিকা দেওয়া সম্ভব হবে না। তাই বিকল্প স্থান হিসেবে চাঁদপুর স্টেডিয়াম প্যাভলিয়নে নেওয়ার চিন্তাভাবনা করছি।