প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৭
ফরিদগঞ্জে গণটিকার দ্বিতীয় ডোজ গ্রহণে মানুষের উপচেপড়া ভিড়
বিশ্বব্যাপী মহামারী করোনা নিয়ন্ত্রণে গণ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণে ফরিদগঞ্জে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
|আরো খবর
আজ উপজেলার ছয়টি ইউনিয়নে, যথাক্রমে ৩, ৫, ৬, ১১, ১২ এবং ১৬ নং ইউনিয়নে এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়। প্রতিটি ইউনিয়নে ৬০০ জনকে দ্বিতীয়বারের মতো এই টিকা প্রদান করা হয়েছে।
সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত এই কার্যক্রম চলে। তবে আগেরবার টিকা দিতে মানুষকে যে একটা হিমশিম খেতে দেখা গেছে, এবার তা লক্ষ্য করা যায় না। টিকা কেন্দ্রগুলোতে ইউনিয়ন চেয়ারম্যানদেরকে সহযোগিতা করেন ইউপি সদস্য, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, পুলিশ প্রশাসন ও গ্রাম পুলিশ বাহিনী।