প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:১৮
আজ হাজীগঞ্জে ৯,৬০০ জন গণ-টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন
আজ মঙ্গলবার সারাদেশের ন্যায় হাজীগঞ্জে গণ-টিকার দ্বিতীয় ডোজ ক্যাম্পইন চলছে। উপজেলার পৌরসভাসহ ইউনিয়ন সমুহের নির্ধারিত স্থানে ৯ হাজার ৬শ জন এই টিকা গ্রহণ করবেন। পূর্বে যারা গণটিকা কেন্দ্রে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন শুধু তারাই এই টিকার ডোজ গ্রহণ করবেন।
|আরো খবর
খোঁজ নিয়ে জানা যায়, টিকা কেন্দ্রে আসার সময় অবশ্যই টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে করে নিয়ে আনতে হবে। পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৯ হাজার ৬০০ জন পচিঁশোর্ধ্ব মানুষ টিকা এই দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। তাদের সবাইকে সিনোফার্মের টিকা দেওয়া হবে।
টিকা কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিসহ টিকা কার্যক্রমে প্রতিটি কেন্দ্রে ২ জন টিকা প্রদানকারী, ৩ জন স্বেচ্ছাসেবক ও ১ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। পৌরসভার কেন্দ্রগুলিতে টিকা কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে যাবতীয় আয়োজন সম্পন্ন করেছেন পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন। ক্যাম্পেইন তদারকি করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী।
সরকারি নির্দেশনা অনুযায়ী পৌরসভায় ওয়ার্ড প্রতি ২০০ জন করে ১২টি ওয়ার্ডে মোট ২ হাজার ৪০০ জনকে টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। হাজীগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহযোগিতায় পৌর এলাকায় টিকা প্রদানে ২৪ জন টিকাদানকারী, ৩৬ জন স্বেচ্ছাসেবক ও ১২ জন সুপারভাইজার দায়িত্ব পালন করেন। উপজেলার ইউনিয়ন প্রতি ৬০০ জন করে ১২টি ইউনিয়নে মোট ৭ হাজার ২০০ জনকে টিকা প্রদান করা হবে। হাজীগঞ্জ থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও গ্রাম পুলিশের সহযোগিতায় ৭২ জন টিকাদানকারী, ১০৮ জন স্বেচ্ছাসেবক ও ১২ জন সুপারভাইজার দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী বলেন, টিকার দ্বিতীয় ডোজ প্রদানে ক্যাম্পইনের সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। যারা গত মাসের ক্যাম্পেইনে ১ম ডোজ গ্রহন করেছেন, শুধুমাত্র তারাই একই কেন্দ্রে গিয়ে ২য় ডোজ গ্রহণ করতে পারবেন।
এ সময় তিনি আরো বলেন, এস্ট্রাজেনেকা (কোল্ডশীড) টিকার যারা ১ম ডোজ গ্রহণ করেছে, কিন্তু এখনও ২য় ডোজ গ্রহন করেন নাই, তাদেরকে আসছে বৃহস্পতিবারের (৯ সেপ্টেম্বর) এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় ডোজ গ্রহন করার অনুরোধ জানান।