প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৮
চাঁদপুরে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে ৭ সেপ্টেম্বর
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানের ন্যায় চাঁদপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় গত ৭ ও ৯ আগস্ট গণটিকার ১ম ডোজ প্রদান করা হয়। পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে আগামী ৭ ও ৯ সেপ্টেম্বর গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে বলে জানা যায়।
|আরো খবর
জানা যায়, এদিন সকাল ৮টা থেকে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে ২শ’ জনকে (যারা ১ম ডোজ গ্রহণ করেছেন) এ টিকা প্রদান করা হবে। পৌর এলাকার রঘুনাথপুর, গুনরাজদী ও বাবুরহাটে ৯ সেপ্টেম্বর করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে বলে পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা হানিফ গাজী জানান।
গত ৭ ও ৯ আগস্ট পৌরসভার ২৫ ঊর্ধ্ব বয়সী ৩ হাজার নর-নারী গণটিকার ১ম ডোজ গ্রহণ করেন। দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের নির্দিষ্ট দিনে পৌর এলাকার স্ব স্ব কেন্দ্রে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।
দ্বিতীয় ডোজ টিকা প্রদানে ইতিমধ্যে পৌরসভা সকল প্রস্তুতি গ্রহণ করেছেন।