প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৮
শনিবার চাঁদপুরে ২৫ জনের করোনা শনাক্ত। মৃত্যু ১
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
শনিবার চাঁদপুরে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এদিন আমিনুল ইসলাম (৮০) নামে শাহরাস্তি শোরশাক গ্রামের একজন করোনা পজিটিভ রোগী সরকারি জেনারেল হাসপাতালে মারা গেছেন। এ মৃত্যুসহ জেলায় মোট মৃত্যু সংখ্যা হলো ২৩১ জন।
|আরো খবর
শনিবার ২০৯ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১১.৯৬ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ২৫ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ১৩, হাইমচর ১, হাজীগঞ্জ ২, মতলব দক্ষিণ ১, শাহরাস্তি ৬ ও কচুয়া উপজেলায় ২ জন। এদিন ৪৭ জনকে সুস্থ ঘোষণা করা হয়। এ নিয়ে মোট সুস্থ হলো ১৩৯৪৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৮০ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ সব তথ্য জানা গেছে।