প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ১১:৪১
ভোগান্তিতে সাধারণ মানুষ
চাঁদপুরে সাময়িক বন্ধ করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
চাঁদপুরে ৩১ আগস্ট মঙ্গলবার থেকে করোনাভাইরাসের টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়া সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এদিন নির্ধারিত তারিখের ভ্যাকসিন নিতে শত শত নারী-পুরুষ জরুরি কাজ ফেলে টিকা নেয়ার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে ভিড় করে। কিন্তু টিকা কার্যক্রমের কোন লোকজন দেখতে না পেয়ে হতাশ হন। পরে সেখানে দেখতে পায় গেইটের সামনে সাঁটানো বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে ভ্যাকসিন স্বল্পতার জন্য সাময়িক টিকা কার্যক্রম বন্ধ রয়েছে।
|আরো খবর
কিন্তু কবে নাগাদ পুনরায় টিকা দেয়া হবে বিজ্ঞপ্তিতে তারিখ উল্লেখ না থাকায় বিভ্রান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এ বিষয়ে চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ জানান, আমাদের কাছে টিকার মজুদ শেষ হয়ে গেছে। নতুন করে টিকা প্রাপ্তিতে আবার দেওয়া শুরু হবে। তবে ঢাকায় সিনোফার্মার বিশ লক্ষ ভ্যাকসিন সোমবার রাতে পৌঁছেছে, সেগুলো প্রসেসিং করে জেলায় জেলায় আসতে দুই তিন দিন সময় লাগবে। আশা করি, আগামী শনিবার থেকে পুনরায় টিকা দেওয়া কার্যক্রম শুরু করা হবে।
এদিকে, সক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। ফলে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।