প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ২৩:১৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল
তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্বে সিভিল সার্জন
আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হাবিব-উল-করিমকে বদলির আদেশ সংক্রান্ত চিঠি দেয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। একই আদেশে চাঁদপুরের বর্তমান সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহকে এ হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
|আরো খবর
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব (পার-২) জাকিয়া পারভীনের স্বাক্ষরে ২৬ আগস্টের তারিখে প্রজ্ঞাপন আকারে এই আদেশ জারি করা হয়। আদেশে উল্লেখ করা হয়, ডাঃ হাবিব-উল-করিমকে প্রিন্সিপাল ম্যাটস্ নোয়াখালী সদরে বদলি করা হলো। আর চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহকে আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক সমমান) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো। তিনি সিভিল সার্জনের পাশাপাশি তত্ত্বাবধায়কের দায়িত্বও পালন করবেন। বদলিকৃত কর্মকর্তাকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে।