প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০১:৪৩
ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, ফাঁকা নেই চাঁদপুর সরকারি জেলা হাসপাতালের বারান্দা
বিশেষ প্রতিবেদক
আড়াই'শ শয্যার চাঁদপুর সরকারি জেলা হাসপাতাল সূত্রে জানা যায়,প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে।সোমবার বিকালে দশ মিনিটের ব্যবধানে তিনজন ডেঙ্গু রোগীকে ভর্তি হতে দেখা গেছে। ডেঙ্গু ওয়ার্ডে সংকুলান না হওয়ায় ডেঙ্গুতে পজেটিভ রোগীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে হাসপাতালের ফ্লোর ও বারান্দায়।
অন্যান্য রোগীর চাপও রয়েছে দ্বিগুন। বাড়তি রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম অবস্থা হাসপাতাল কতৃপক্ষের।ডিউটিরত নার্সের সাথে আলাপ করে এ তথ্য জানা যায়।