বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ০২:৩৩

চাঁদপুর জেনারেল হাসপাতালে একদিনে ডায়রিয়া আক্রান্ত ১১ রোগী ভর্তি

মিজানুর রহমান
চাঁদপুর জেনারেল হাসপাতালে  একদিনে ডায়রিয়া আক্রান্ত ১১ রোগী ভর্তি

বাংলাদেশে প্রতি বছরই গরমকালে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। এই বছর মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই ডায়রিয়া দেখা দিয়েছে এবং মার্চের মাঝামাঝি থেকে বেশ ব্যাপকহারে তা বাড়তে শুরু করেছে।

দেশের বিভিন্ন জায়গা ন্যায় চাঁদপুরেও ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। একদিনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ১১ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। মতলব আইসিডিআরবি কলেরা হাসপাতালেও ডায়রিয়া রোগীর চাপ রয়েছে। পয়লা এপ্রিল সকাল থেকে বিকাল পর্যন্ত এই রোগগুলো ভর্তি হয় বলে জানিয়েছেন হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ডিউটিরত নার্স কুলসুম আক্তার। ২৮ বেডের ডায়রিয়া ওয়ার্ডে এখন রোগী ভর্তি রয়েছে ৩৬ জন। বাড়তি রোগীকে ফ্লোরে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের ডিউটি ডাক্তার মেডিকেল অফিসার মোঃ মিজানুর রহমান জানান,২৪ মার্চ থেকে হাসপাতালে ডায়রিয়ার প্রকোপ অনেক বেশি দেখা যাচ্ছে এইজন্য আলাদা ডায়রিয়া ওয়াজ করা হয়েছে ১ এপ্রিল পর্যন্ত ৩৬ রোগী ভর্তি আছে আমরা চিকিৎসক হাসপাতালে কর্মরত নার্স এবং অন্যান্য কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে ডায়রিয়া চিকিৎসা অব্যাহত রেখেছি।

তিনি পরিবারের কাছে অনুরোধ করে বলেন, এই সময়ে বিশুদ্ধ পানি পান করান, বেশি বেশি করে খাবার স্যালাইন দেন। খাবারের আগে পরিষ্কারভাবে হাত ধুয়ে নিন। ধারণা করা হচ্ছে আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়ার এই প্রকোপ দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়