প্রকাশ : ১২ জুলাই ২০২১, ০০:০০
করোনা বেসামাল : নয় ঘণ্টায় ৩ জনের মৃত্যু
একদিনে শনাক্ত ১১০
চাঁদপুরে মাত্র ৯ ঘন্টার ব্যবধানে করোনা পজিটিভ রোগী ৩ জন মারা গেছেন। ১০ জুলাই শনিবার বিকেল ৪টা ৫০ মিনিট থেকে এদিন রাত ২টার মধ্যে এই ৩ জন মারা যান। এদের একজন মতলব উত্তর উপজেলার আর দুইজন সদর উপজেলার। সদর উপজেলার দুইজন সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। আর মতলব উত্তরেরজন সদর হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে মারা যান। মারা যাওয়া তিনজন হচ্ছেন : সদর উপজেলার শাহতলী হামানকর্দ্দী গ্রামের টিটু খান (৪৫), রামপুর ইউনিয়নের ছোটসুন্দর আলগী পাঁচগাঁও গ্রামের অহিদা বেগম (৫৮) এবং মতলব উত্তরের ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের শাহবাজকান্দি গ্রামের খালেক মৃধা।
|আরো খবর
এদের মধ্যে খালেক মৃধা শনিবার দিবাগত রাতে ঢাকা নেয়ার পথে মারা যান। আর টিটু খান শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে এবং অহিদা বেগম শনিবার দিবাগত রাত ২টায় সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। এই তিন মৃত্যুসহ জেলায় এই ১৫ মাসে ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডাঃ সুজাউদ্দৌলা রুবেল জানান, আলগী পাঁচগাঁও গ্রামের অহিদা বেগম সদর হাসপাতালে ভর্তি হন ৭ জুলাই দুপুর ১২টার দিকে। তিনি মারা যান ১০ জুলাই দিবাগত রাত ২টায়। আর হামানকর্দ্দী গ্রামের টিটু খান হাসপাতালে ভর্তি হন ১০ জুলাই দুপুর ১২টার দিকে। তিনি মারা যান একইদিন বিকেল ৪টা ৫০ মিনিটে।
এদিকে গতকাল রোববার চাঁদপুরে নতুন ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটি পিসিআর ও রেপিড এন্টিজেন টেস্টসহ মোট ২৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১১০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৭.২৮ ভাগ। নতুন আক্রান্ত হওয়া ১১০ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে- চাঁদপুর সদরে ৫৪, শাহরাস্তিতে ২৬, ফরিদগঞ্জে ১৬, হাজীগঞ্জে ৭, কচুয়ায় ১, মতলব উত্তরে ৩ ও মতলব দক্ষিণে ৩ জন।
গতকালকের ১১০ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত রোগী হচ্ছে ৬২৭৬ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৫১২৯ জন। আর মারা গেছেন ১৩৩ জন, চিকিৎসাধীন আছেন ১০১৫ জন। এদিকে মোট রোগীর সংখ্যা থেকে সদর উপজেলায়ই আক্রান্ত ২৯৬৪ জন। আর মোট মৃত্যুর মধ্যে সদর উপজলোয় ৫১ জন।