বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০০:০০

নারী উন্নয়ন সংস্থা ‘বিজয়ী’ নিয়ে প্রতিষ্ঠাতার কিছু কথা

নারী উন্নয়ন সংস্থা ‘বিজয়ী’ নিয়ে প্রতিষ্ঠাতার  কিছু কথা
অনলাইন ডেস্ক

নারী উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তাদের সার্বিক সহায়তা, আর্থিকভাবে স্বাবলম্বী, নিজ পরিচয়ে পরিচিত হওয়া ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে পুরাণবাজারে অবস্থিত খান'স ধাবায় ২৬শে ফেব্রুয়ারি ২০২০ সালে 'বিজয়ী'র স্বপ্নদ্রষ্টা আশিক খানের সার্বিক সহযোগিতায় চাঁদপুরের নারীদেরকে নিয়ে একটি নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ী প্রতিষ্ঠা করি আমি তানিয়া ইশতিয়াক খান।

আলহামদুলিল্লাহ। দীর্ঘ দুই বছর ফ্রি প্রশিক্ষণসহ নানা রকম সামাজিক কার্যক্রম করে নভেম্বর ২০২২ সালে বাংলাদেশ মহিলা অধিদফতর থেকে 'বিজয়ী'-নারী উন্নয়ন সংস্থা নামে রেজিস্ট্রেশন নং-জেমবিককা/চাঁদ/ ১৫৩) নিবন্ধন পাই। এছাড়া ২০২৩ সালে চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় থেকে যুউঅ/চাঁদ/২০২৩-০৩ নিবন্ধন সনদ পাই 'বিজয়ী যুব নারী উন্নয়ন সংস্থা' নামে।

সংগঠনের নাম :'বিজয়ী' (নারী উন্নয়ন সংস্থা)।

স্লোগান : আমরা নহে দেবী, নহে সামান্য নারী আমরা নারী, আমরাই পারি, আমরাই বিজয়ী...।

লক্ষ্য ও উদ্দেশ্য :

মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে 'বিজয়ী তৈরিতে বিজয়ী' এই স্লোগানে নারীদের বিনামূল্যে হাতে কলমে বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ করে দেয়ার মাধ্যমে আত্মনির্ভরশীল ও আর্থিক স্বাবলম্বী করা। সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করা।

মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার মাধ্যমে নারীর সামগ্রিক ক্ষমতায়ন প্রক্রিয়া ত্বরাম্বিত করে লিঙ্গ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের জন্যে বাংলাদেশের সমাজ বাতাবরণের উপযোগী একটি অনন্য উদ্যোগ 'বিজয়ী'।

'বিজয়ী' প্রথমে চাঁদপুর জেলার প্রতিটি উপজেলায়, তারপর পর্যায়ক্রমে বিভিন্ন জেলা ও উপজেলায় সম্প্রসারিত করে সমগ্র দেশব্যাপী একটি নারীবান্ধব আলাদা বিপণন নেটওয়ার্ক গড়ে তুলবে। উন্নত বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু গৃহিণী নয়, বরং নিজের সাহসী চেষ্টায় একজন সফল উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই লক্ষ্যে কাজ করছে ‘বিজয়ী’।

নারী-পুরুষে ভেদাভেদ দূর, দেশকে এগিয়ে নেয়া এবং ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন জরুরি। নারীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তা ব্যবসায়ীদের সহায়তার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ‘বিজয়ী’ চাঁদপুরের নারীদের নিয়ে কাজ করা প্রথম ফ্রি প্রশিক্ষণ বেইজ্ড নারী সংগঠন।

চাঁদপুরসহ সারাদেশে নারী উদ্যোক্তা সৃষ্টি, সুষ্ঠুভাবে তাদের ব্যবসা পরিচালনা, সম্প্রসারণে সার্বিক সহায়তা প্রদান, দেশের অর্থনীতিতে নারীদের অবদান রাখাসহ নারীর ক্ষমতায়নে কাজ করা।

করোনার সময় থেকে বিজয়ীর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ্ড ট্রেনিং শুরু হয় এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় ‘বিজয়ী’ অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করে। এই ট্রেনিংগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করে আজ অনেক নারীই নতুন উদ্যোক্তা হয়েছেন।

নারী উদ্যোক্তাদের প্রধান সমস্যাগুলো সমাধানে কাজ করে যাচ্ছে ‘বিজয়ী’।

প্রশিক্ষণই উদ্যোক্তা হওয়ার মূল চালিকা শক্তি।

নারী উদ্যোক্তাদের অবশ্যই ব্যবসা শুরু থেকে সফলভাবে পরিচালনার জন্যে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ২০২০ সাল থেকে নারীদের স্বাবলম্বী করতে বিজয়ী প্রতিনিয়তই নানা রকম ফ্রি প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রশিক্ষণগুলো হচ্ছে :--

প্রশিক্ষণ (২০২০-২০২২) : ১. উদ্যোক্তা হওয়ার উপায় ও ব্যবসা পরিচালনা কৌশল--নিলুফার করিম, এক্সিকিউটিভ ডিরেক্টর, ফেইথ বাংলাদেশ; ২. বেসিক স্কিন কেয়ার এবং হেলদি লাইফ স্টাইল--তাহমিনা মীম, চেয়ারম্যান এম এফ ইউ ট্রেডিং কোম্পানি; ৩. অনলাইন নেটওয়ার্ক মাকেটিং--ডাঃ ওমর ফারুক, ব্যবস্থাপনা পরিচালক, ম্যাক্স ওয়ান ইন্টারন্যাশানাল; ৪. বেসিক কেক বেকিং--তানিয়া ইশতিয়াক খান/ সীমা খান; ৫. হ্যান্ড মেইড হেড পিস--আসফিয়া জাহান; ৬. হ্যান্ড পেইন্ট কাঠের জুয়েলারী--মার্জিয়া মৌরি; ৭. হ্যান্ড মেইড জুয়েলারী--তাহমিনা মীম; ৮. বেসিক বাটিক তৈরি--তানজিলা রহমান ইলা; ৯. বেসিক ব্লক তৈরি--উম্মে হানী; ১০. বেসিক ব্রাইডাল মেক ওভার ও স্কিন কেয়ার--পুষ্পিতা পুষ্প; ১১.হ্যান্ড মেইড মেটাল জুয়েলারী--ফাতেমা খন্দকার কাশফি; ১২. পিৎজা তৈরি--জাহানারা খন্দকার নেহা; ১৩. বেসিক কেক বেকিং--মাহমুদা আক্তার; ১৪. ফাস্টফুড--নিলুফার ইশতিয়াক; ১৫. বিডীদ ক্রাফ্ট--সূচনা আক্তার; ১৬. ফ্লোরাল জুয়েলারী--উম্মে হানী ও নীলা খান; ১৭. বিডীদ হ্যান্ডিক্রাফ্ট--জান্নাতুল জিদনী; ১৮. হ্যান্ড মেইড হিজাব ব্রোজ --ইশরাত জাহান শশী; ১৯. পেশাজীবী নারীদের সুস্বাস্থ্য ও পুষ্টির প্রয়োজনীয়তাণ্ড-পুষ্টিবিদ এরশাদ খান সালমান; ২০. হ্যান্ড মেইড জুয়েলারি--উম্মে হানী ও তানিয়া ইশতিয়াক খান।

প্রশিক্ষণ (২০২৩) : ১. বেসিক ব্লক প্রশিক্ষণ (পুরাণবাজার হরিজন কলোনী)--সাদিয়া সুলতানা; ২. বেসিক বাটিক প্রশিক্ষণ (পুরাণবাজার হরিজন কলোনী)--তানজিলা রহমান ইলা; ৩. বেসিক পিৎজা প্রশিক্ষণ--(পুরাণ বাজার ডিগ্রি কলেজ)--তানিয়া ইশতিয়াক খান; ৪. ফ্লোরাল জুয়েলারী (পুরাণবাজার গার্লস স্কুল)-- উম্মে হানী; ৫. হ্যান্ড মেইড এন্ড পেইন্ট কাঠের গহনা (পুরাণবাজার গার্লস স্কুল)-সুমাইয়া আক্তার শ্রাবণী; ৬. বেসিক কেক বেকিং (২টি প্রশিক্ষণ)--তানিয়া ইশতিয়াক খান। ৭. বিডিট ক্রাফট (ওসমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা)--জান্নাতুল মরিয়ম জিদনী; ৮. এলিগেন্ট পার্টি মেকওভার--মুন্নি আলিশা; ৯. কেক বেকিং (হাজীগঞ্জ)--মাহমুদা আক্তার; ১১. বেসিক ব্লক প্রশিক্ষণ (পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়)--সাদিয়া সুলতানা; ১২. বেসিক হ্যান্ড মেইড জুয়েলারি (পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়)--সূচনা আক্তার; ১৩. নতুন উদ্যোক্তা তৈরি ও অনলাইনে ব্যবসা সম্প্রসারণের কৌশল--ডাঃ ওমর ফারুক, ব্যবস্থাপনা পরিচালক, ম্যাক্স ওয়ান ইন্টারন্যাশনাল প্রাঃ লিঃ; ১৪. পোশাক তৈরি প্রশিক্ষণ (৭ দিন)--আয়েশা রহমান (ব্যবস্থাপনায় ও সার্বিক সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁদপুর); ১৫. শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ (৫ দিন)--ব্যবস্থাপনায় ও সার্বিক সহযোগিতায় বিসিক, চাঁদপুর; ১৬. আলুর বহুমুখী ব্যবহার কুকিং ডেমোনেসট্রেশন (৪টি, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনটি এবং লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি)--তানিয়া ইশতিয়াক খান (ব্যবস্থাপনায় ও সার্বিক সহযোগিতায় কৃষি বিপণন অধিদপ্তর, চাঁদপুর কার্যালয়); ১৭. বেসিক হেড পিস তৈরি (হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়)--আসফিয়া জাহান; ১৮. বেসিক এন্টিক জুয়েলারী তৈরি (হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়)--কাশফি আক্তার; ১৯. জুয়েলারী তৈরি (নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়)--উম্মে হানী; ২০. বেসিক ব্লক প্রশিক্ষণ (নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়)--প্রিয়সী রায়; ২১. বেসিক ব্লক তৈরি (বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ)--সাদিয়া সুলতানা; ২২. বেসিক জুয়েলারী ও চুড়ি তৈরি (বাবুরহাট স্কুল এন্ড কলেজ)--সূচনা আক্তার; ২৩. বেসিক বিডিড ক্রাফট ( মধুসূদন উচ্চ বিদ্যালয়)--জান্নাতুল মরিয়ম জিদনী; ২৪. হেড পিস ও হ্যান্ড মেইড জুয়েলারি (মধুসূদন উচ্চ বিদ্যালয়)--মার্জিয়া মৌরী।

অর্থের অভাব দূরীকরণ : ব্যবসা পরিচালনা করতে অর্থের অভাব দূর করার লক্ষ্যে বিজয়ীর সহযোগিতায় নারীদের বিভিন্ন ব্যাংক থেকে বিনা জামানতে স্বল্প ইন্টারেস্টে লোনের ব্যবস্থা করে দেওয়া হয়। চাঁদপুরের নারীদের ব্যাংক লোনের বিষয়ে সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছে বেসিক ব্যাংক, চাঁদপুর শাখা।

মানসিক শক্তির অভাব দূরীকরণ : উদ্যোক্তা হওয়ার জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক সাপোর্ট, আমাদের দেশের নারীদের মধ্যে রয়েছে যার অভাব। আর এই সাপোর্ট দেওয়ার জন্যে কাজ করছে ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

বিপণন সহায়তা প্রদান : সীমিত চলাফেরার কারণে নারীরা তাদের পণ্য বাজারজাত করতে পারছে না। অর্থনৈতিক পরিবেশে তাদের পণ্য সফলভাবে বাজারজাত করতে সহায়তা করার জন্যে ‘বিজয়ী’ ফেসবুক গ্রুপে প্রায় ১১ হাজারের বেশি সদস্য রয়েছে, যাদের কাছে ঘরে বসেই অনলাইনে ফ্রিতে পণ্য কেনাবেচা করতে পারছে। এছাড়া নারী উদ্যোক্তাদের পণ্য অফলাইনে বিক্রয়ের জন্যে একটি শোরুমের ব্যবস্থা করে দিবেন এবং ব্যবসা পরিচালনার জন্যে বিজয়ীর নারী উদ্যোক্তাদের জন্যে ট্রেড লাইসেন্স করতে শুধুমাত্র সরকারি ফি রাখার ঘোষণা দিয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

পারিবারিক সীমাবদ্ধতা দূরীকরণ : পারিবারিক সীমাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে উদ্যোক্তাদের পরিবারের সাথে আলাপ আলোচনা করে কাউন্সেলিং করে বিজয়ী। বর্তমান ডিজিটাল যুগে নারীরা ঘরে বসে পর্দা মেইনটেইন করে যাতে ব্যবসা পরিচালনা করতে পারেন। নারীরা ঞবহংরড়হ (দুশ্চিন্তা) নয় বরং ঞবহ ঝড়হং (দশজন পুত্রের) সমান।

যন্ত্রপাতি এবং প্রযুক্তি নির্বাচনে সহায়তা প্রদান : যন্ত্রপাতি ও প্রযুক্তি নির্বাচনে নারীদের সহায়তা প্রয়োজন। তাদের প্রযুক্তিগত ক্ষেত্রগুলোতে সহায়তা প্রদানের জন্যে বিসিক ও যুব উন্নয়ন থেকে নানা রকম প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছে ‘বিজয়ী’।

উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে নানা রকম সহয়তা প্রদান : ‘বিজয়ী’ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের "বিজয়ী অ্যাওয়ার্ড"-এর মাধ্যমে সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়েছে। নতুন উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ‘বিজয়ী’র প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি নিজ খরচে সেলাই মেশিন প্রদান করেছেন। এছাড়া শুধু অনলাইন নয়, অফলাইনে পণ্য বিক্রয়ের জন্যে মেলার আয়োজন করে সেখানে উদ্যোক্তাদের ফ্রি স্টল প্রদান করে অফলাইনে পণ্য ডিসপ্লে ও সেলস্-এর ব্যবস্থা করে দিচ্ছে ‘বিজয়ী’।

উদ্যোক্তাদের সাক্ষাৎকার বিভিন্ন মিডিয়াতে প্রচার করা সহ লাইভে তাদের পণ্য সম্পর্কে ব্যাপক প্রচারণার ব্যবস্থা করা হয় ‘বিজয়ী’র মাধ্যমে।

একজন নারী সংগঠক ও সংগঠন হিসেবে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ অর্জন সমূহ :

১. সফল নারী উদ্যোক্তা সম্মাননা, হাজীগঞ্জ ই কমার্স প্লাটফর্ম; ২. রীন নাম করা নারী পদক, রিন পাওয়ার ওয়াইট; ৩. নতুন কুঁড়ি সম্মাননা পদক, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন; ৪. শ্রেষ্ঠ নারী সংগঠক সম্মাননা পদক, ক্রাইম একশন ২৪ নিউজ ডট কম। ৫. শ্রেষ্ঠ নারী সংগঠন পদক, একাত্তর কণ্ঠ ও একাত্তর ফাউন্ডেশন, ইউএসএ; ৬.শ্রেষ্ঠ নারী সংগঠন সম্মাননা পদক, জাতীয় সাংবাদিক সংস্থা, চাঁদপুর জেলা শাখা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, জেলা প্রশাসক ও মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি--

নারী উদ্যোক্তাদের জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন হলো প্রশিক্ষণ। আমাদের স্কুলগুলোতে শারীরিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ বিষয়ে প্রতি সপ্তাহে ১টি ক্লাস নেওয়ার ব্যবস্থা থাকলে, লেখাপড়ার পাশাপাশি সবসময়ে নারীরা ঘরে বসে বিভিন্ন পণ্য তৈরি করতে পারবে আর স্কুল লাইফ থেকে সে উদ্যোক্তা হওয়ার মানসিক প্রস্তুতি নিতে পারবে। এছাড়া সরকারি সহযোগিতা, নারী উদ্যোক্তাবান্ধব বাজেট থাকলে নারীরা সফলভাবে বিনিয়োগে আসবেন--এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ভ্যাট, ইনকাম ট্যাক্স সংক্রান্ত হিসাবাদি, জেন্ডার গ্যাপ ইনডেক্স, ব্যাংক ঋণ, বিএসটিআই অনুমোদন, ট্রেড লাইসেন্সের কাজ সহজীকরণ করলে এবং সেই সাথে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর জন্যে সরকারের পক্ষ থেকে নিয়মিত কিছু প্রদর্শনী বা মেলার আয়োজন করলে তারা তাদের কাজ সামনে তুলে ধরতে পারবেন। তাতে করে আমাদের উদ্যোক্তাদের পণ্য সামনা সামনি সবাই দেখতে পারবেন এবং এতে করে নেটওয়ার্কিং-এর একটা প্ল্যাটফর্মও তৈরি হয়। তাই একটা প্রত্যাশা রেখে শেষ করছি, নারী উদ্যোক্তাদের জন্যে কেবল শুধু বরাদ্দই নয়, একটি সুন্দর ও সুস্থ নারী উদ্যোক্তাবান্ধব অর্থনীতি তৈরি করতে প্রয়োজনীয় রূপরেখা ও দেশের অর্থনৈতিক বাজেট প্রণয়নের সময় অর্থনীতির পালে নারী উদ্যেক্তারা যে হাওয়ার যোগান দেন সেটিকেও লক্ষ্য রাখতে হবে, আমলে নিতে হবে।

ধন্যবাদান্তে,

তানিয়া ইশতিয়াক খান,

প্রতিষ্ঠাতা, 'বিজয়ী' (নারী উন্নয়ন সংস্থা), ফোন নং-০১৬৭০৯০৭৯৭০। E-mail : [email protected] । Website:www.bijoyi.org ।

গ্রুপ : https://www.facebook.com/groups/950080932270346/?ref=share_group_link

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়