প্রকাশ : ২০ মে ২০২৪, ০০:০০
কানের যত্নে করণীয়

কান ভালো রাখতে চাইলে প্রথমেই মনে রাখতে হবে কান শুকনো রাখতে হবে। কান পরিষ্কার করার নামে কখনোই কানের ভেতর তুলা, কটনবাড, পাখির পালক, চোখা বা ধারাল কিছু ঢোকানো যাবে না। আঘাতজনিত বা যে কোনো কারণেই কানে আঘাত পেলে বা কানের পর্দা ফেটে গেলে তুলা কানে দিয়ে গোসল করতে হবে। এ অবস্থায় মাথায় পানি ঢালা যাবে না।
কান পরিষ্কার করার জন্য বা কান থেকে পানি বের করার জন্য সাকসন দেয়া উচিত নয়। কান দিয়ে পুঁজ বের না হলে কানে ড্রপ দেয়াও নিষিদ্ধ। কানের পর্দা ফাটার প্রধান চিকিৎসা হল কানের ভেতর যেন কিছু না ঢুকে সেটি নিশ্চিত করা। কানের পর্দা ঠিক আছে কিনা তা দেখার জন্য অনেকে নাকে চাপ দিয়ে মুখ ফুলিয়ে বাতাস ছাড়ার চেষ্টা করেন- এতে কোনো উপকার তো হয়ই না বরং জোড়া লাগা পর্দা আবার ফেটে যায়।
যাদের নাক, সাইনাস, টনসিল ও এডেনয়েডের প্রদাহের কারণে কানের পর্দা দুর্বল হয়ে গেছে তাদের এ সমস্যার চিকিৎসা করা জরুরি।
কানের ওপর চড় মারলে বাতাসের ধাক্কায়, পানির মধ্যে ঝাঁপিয়ে পড়লে পানির ধাক্কায়, শব্দের ধাক্কায় কানের ভেতরের হাড় ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়া থেকে কানের পর্দা ফেটে যেতে পারে।
কানে শোঁ শোঁ, ডো ডো, চিনচিন শব্দ হলে বা কান থেকে ব্যথা, পুঁজ ও রস গড়িয়ে পড়লে শিগগির ডাক্তারি পরামর্শ প্রয়োজন।