মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ইমার্জেন্সি পিল খাওয়ার সুবিধা-অসুবিধা
অনলাইন ডেস্ক

ইমার্জেন্সি পিল একটি হরমোনাল ওষুধ, যা ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ; অর্থাৎ ওভুলেশনের প্রক্রিয়া পিছিয়ে দেয় অথবা নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে প্রতিস্থাপিত হতে বাধা দেয়। যাদের ইতিমধ্যে ওভুলেশন হয়ে গেছে অথবা নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে প্রতিস্থাপিত হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই ওষুধ কোনো কাজ করে না।

সেবনবিধি

অপরিকল্পিত ও অনিরাপদ সহবাসের তিন দিনের মধ্যে ওষুধটি খেতে হবে। তবে যতো তাড়াতাড়ি খাওয়া যায়, ততো ভালো কাজ করে। একটি পিল একটি ঋতু¯্রাব চক্রে একবারই খাওয়া যাবে।

কারা খেতে পারবেন

১. যারা কোনো জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করছেন না।

২. কনডম ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে।

৩. পরপর দুই-তিন দিন জন্মনিয়ন্ত্রণের নিয়মিত পিল খেতে ভুলে গেলে।

কারা খাবেন না

১. যাদের এই ওষুধ খেলে অ্যালার্জির সমস্যা হয়।

২. যারা ইতিমধ্যে গর্ভধারণ করে ফেলেছেন।

৩. যাদের ঋতু¯্রাব অনিয়মিত বা অতিরিক্ত রক্ত যায়।

খাওয়ার পর যেসব সমস্যা হতে পারে

১. বমি বমি ভাব।

২. তীব্র মাথাব্যথা।

৩. ওজন বৃদ্ধি।

৪. পরবর্তী ঋতুস্রাব আগে বা দেরিতে হতে পারে, অতিরিক্ত রক্ত যেতে পারে।

৫. ঋতুস্রাব অনিয়মিত হতে পারে।

৬. পরবর্তী সময়ে গর্ভধারণে সমস্যা হতে পারে (ঘন ঘন ওষুধ খেলে)।

যখন চিকিৎসকের কাছে যেতে হবে

১. রক্ত এক সপ্তাহের বেশি গেলে।

২. পেটে তীব্র ব্যথা তিন-পাঁচ সপ্তাহের বেশি থাকলে।

৩. ওষুধ সেবনের দুই ঘণ্টার মধ্যে বমি হলে।

৪. তিন সপ্তাহের মধ্যে ঋতুস্রাব না হলে।

যারা নিয়মিত জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করছেন...

এটা অবশ্যই মনে রাখতে হবে, ‘ইমার্জেন্সি পিল’ কোনো জন্মনিয়ন্ত্রণপদ্ধতি নয়। এটি শুধু অপরিকল্পিত সহবাসের ফলে অযাচিত গর্ভধারণ প্রতিহত করে মাত্র। সুতরাং জন্মনিয়ন্ত্রণের জন্য নিয়মিত যে পদ্ধতি ব্যবহার করছেন, তা-ই চালিয়ে যাবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়