শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০১:৫৩

সভাপতি মো. আব্দুল বারেক, সাধারণ সম্পাদক মো. মজিবুল আলম উজ্জ্বল নির্বাচিত

কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২০২৫-২০২৬

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে
কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২০২৫-২০২৬

বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২৫-২০২৬ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতি ভবনে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পরপরই ভোটগণনা শুরু হয় এবং শেষ হয় সোয়া ৭টায়।

ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. নজরুল ইসলাম মানিক।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রিজাইডিং অফিসার ও জেলা আইনজীবী সমিতির এনরোলমেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ সফিউল্লাহ এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. ওবায়েদ উল্লাহ সরকার।

সাথেসাথে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি মো. আব্দুল হক মজুমদার, নির্বাচন কমিশনার মো. লোকমান হোসেন ও মো. মিজানুর রহমান, জেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম, সাবেক সভাপতি মো. এমদাদ হোসেন, সাবেক সভাপতি মো. আবুল খায়ের খোকন, সাবেক সভাপতি মো. আবু তাহের কালন এবং সাধারণ সম্পাদক মো. হোসেন সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

ভোটের ফলাফল

ওই নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয় এবং বাকি ১৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে মো. আব্দুল বারী সরদার (বারেক) পেয়েছেন ২৪৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহাবুবুর রহমান পেয়েছেন ১৫৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. মজিবুল আলম উজ্জ্বল পেয়েছেন ২০৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জসিম পেয়েছেন ১৯৭ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য পদ

সহ-সভাপতি পদে মো. নজরুল ইসলাম মুন্সী, সহ-সাধারণ সম্পাদক (সিভিল কোর্ট) মো. আতাউর রহমান সরকার মাসুদ, সহ-সাধারণ সম্পাদক (ফৌজদারি) মো. আবু সায়ের (মুছা), অর্থ বিষয়ক সম্পাদক মো. লিটন মিয়া মুন্সি, দপ্তর সম্পাদক মো. শাহ জাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. এমরান হোসেন রনি, প্রচার সম্পাদক মো. রবিউল বকস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন এবং নির্বাহী সদস্য মো. নুরুল আমিন, মো. মাইন উদ্দিন মিয়াজী, মো. হেলাল উদ্দিন, মো. জহিরুল ইসলাম ও মো. ইসমাইল হোসেন নির্বাচিত হন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়