প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০
গৌরব ও চ্যালেঞ্জের এই ত্রিশ বছরপূর্তি
‘চাঁদপুর কণ্ঠ’ ত্রিশ বছর পূর্তি করছে। এটা অনেক গর্বের। প্রিন্ট ও অনলাইন নিয়মিত প্রকাশিত হওয়ায় পত্রিকাটির পাঠকপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। সব শ্রেণি-পেশার মানুষের তথ্য-চাহিদা পূরণে সদা তৎপর থাকে দৈনিক চাঁদপুর কণ্ঠ। সর্বাধিক প্রচারিত পত্রিকা হিসেবে ত্রিশ বছর টিকে থাকাতে গৌরব ও চ্যালেঞ্জ দুটিই বিদ্যমান। সাপ্তাহিক চাঁদপুর কণ্ঠ থেকে দৈনিক চাঁদপুর কণ্ঠ যে রাতারাতি নাম কুড়িয়েছে--তা বলা যাবে না। তবে সব পত্রিকাই নিজেদের সেরা অবস্থানে পৌঁছে যাওয়ার চেষ্টায় লড়াই চালিয়ে গেছে ও যাচ্ছে। আমার মতে, এমন লড়াই চালিয়েই এখনো দৈনিক চাঁদপুর কণ্ঠ চাঁদপুরের সেরা পত্রিকা।
রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, শিক্ষা, স্বাস্থ্য সংক্রান্ত ফিচার ও স্থানীয় সম্ভাবনা তুলে ধরতে এ পত্রিকাটিতে রয়েছে অভিনবত্বের ছাপ। ত্রিশ বছর যাবৎ পত্রিকাটি স্বাধীনতার পক্ষে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি। সৎ, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায়ও এ পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ পত্রিকাটি সংবাদ প্রকাশে কারো কাছে মাথা নত করেনি। উন্নত বাংলাদেশ গড়তে, চাঁদপুর জেলাকে বাংলাদেশে মাথা উঁচু করে রাখতে এ পত্রিকাটির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
চাঁদপুর কণ্ঠের সংবাদ অত্যন্ত উচ্চমানের। আগামীতে দৈনিক চাঁদপুর কণ্ঠ সত্য প্রকাশে আরো নির্ভীক হয়ে উঠবে--এ কামনা করি।
লেখক : মতলব ব্যুরো ইনচার্জ ও সহ-সম্পাদক (অন-লাইন), দৈনিক চাঁদপুর কণ্ঠ; সাধারণ সম্পাদক, চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ), মতলব দক্ষিণ, চাঁদপুর।