শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০

বয়সভিত্তিক ক্রিকেটারদের বাছাইয়ে ৬ সদস্যের উপ-কমিটি গঠন

বয়সভিত্তিক ক্রিকেটারদের বাছাইয়ে ৬ সদস্যের উপ-কমিটি গঠন
ক্রীড়া প্রতিবেদক ॥

আগামী ২৫ অক্টোবর চাঁদপুর জেলা ক্রিকেট দল গঠনের লক্ষ্যে বয়সভিত্তিক খেলোয়াড়দের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ২০২১ ও ২০২২ ক্রিকেট মৌসুমের অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেট খেলোয়াড়দের বাছাই করা হবে।

বাচাই কার্যক্রমে উপস্থিত থাকবেন বিভাগীয় ক্রিকেট কোচ মমিনুল হক ও জেলা ক্রিকেট কোচ সৈয়দ শামীম আখতার ফারুকী। অংশ নেয়া খেলোয়াড়দেরকে ওইদিন সকাল ৯টায় তাদের কাছে এসে রিপোর্ট জমা দিতে হবে।

চাঁদপুর স্টেডিয়ামে দলভিত্তিক ক্রিকেটারদের বাছাই ও মেডিকেল অনুষ্ঠিত হবে। এদিন সার্বিক সহযোগিতার জন্যে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটি পাঁচ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করে দিয়েছে। সদস্যরা হলেন সঞ্জয় কর্মকার সুখন, জয়নাল আবেদীন, মোশারফ বাবু, হানিফ ঢালী, হীরা, পলাশ কুমার সোম ও রাফসান জানি।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার বাবু এ প্রতিবেদককে জানান, ক্রিকেট উপ-কমিটির সম্পাদকের সাথে আলাপ করে এই উপ-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা ওই দিন বিভাগীয় ও জেলা প্রধান কোচের সাথে সমন্বয় করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়