বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা
  •   ভারতকে কড়া বার্তা শ্রম উপদেষ্টার
  •   আধুনিক নৌ টার্মিনাল প্রকল্প পরিদর্শনে চাঁদপুরে নৌপরিবহণ উপদেষ্টা
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

খুদে ক্রিকেটারের প্রতিক্রিয়া

জয় ভাইয়ের মতো ভালো একজন ক্রিকেটার হতে চাই

--রিদওয়ান আহমেদ

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
জয় ভাইয়ের মতো ভালো একজন ক্রিকেটার হতে চাই

জয় ভাই একজন ভালো ক্রিকেটার। তার খেলা আমি নিয়মিত দেখি। বাংলাদেশের সাথে কয়েকদিন আগে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। আর সেই বাংলাদেশ দলের ক্রিকেটার ছিলেন মাহমুদুল হাসান জয় ভাই। জয় ভাই টেস্টে ও বিভিন্ন ফ্রাঞ্চাইজিভিত্তিক দলের হয়ে ভালো ব্যাটিং করেন। আমি যে একাডেমিতে অনুশীলন করি সেই একাডেমিতে জয় ভাইও অনুশীলন করেছেন। আজ তিনি আমাদের গর্ব। চাঁদপুর থেকে জাতীয় পর্যায়ে যাওয়া একজন ক্রিকেটার। আজ তাকে কাছে পেয়ে খুব ভালো লেগেছে। কথা বলেছি, অটোগ্রাফ নিয়েছি এবং ছবিও তুলেছি। এ সময় আমার বাবাও আমাদের সাথে ছিলেন। কথাগুলো বলেছেন ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির আঁতুড় ঘরের ক্রিকেটার রিদওয়ান আহমেদ।

ক্রীড়াকণ্ঠের এ প্রতিবেদকের সাথে আলাপকালে সে জানায়, নিয়মিতভাবেই সে মাঠে আসে। তাদের বাসা চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায়। তার বাবার নাম মোঃ জিতু বেপারী (শরীয়তপুর জেলার চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান) ও মায়ের নাম রিনা আক্তার। ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে সে সবার ছোট। তার বড়োবোন জান্নাতুল ফেরদৌস মেঘলা পড়াশোন করছেন নর্থসাউথ ইউনিভার্সিটির আর্কিটেকচারে ও ছোটবোন জান্নাতুল মাওয়া রোদেলা পড়াশোনা করছেন আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতে। আর সে পড়াশোনা করছে চাঁদপুর শহরের ওয়াইডাব্লিউসিএ স্কুলের চতুর্থ শ্রেণীতে। আলাপকালে সে জানায়, তার মা তাকে এনে ভর্তি করিয়ে দিয়েছে ক্লেমন ক্রিকেট একাডেমিতে। তার স্কুলের অনেককেই সে মাঠে পেয়েছে। বড় স্যার শামিম স্যার এবং পলাশ স্যার বড়োদেরকে নিয়ে কাজ করলেও আমাদের খুদে ক্রিকেটারদের নিয়ে আলাদা কাজ করা হয়। কোচ রাজন দা আমাদেরকে নিয়ে খেলার বিভিন্ন বিষয় দেখেন। আমার ইচ্ছা আমি একজন ভালো মানের ক্রিকেটার হবো । ডান হাতে বোলিং করার পাশাপাশি ব্যাটিংও করি। জয় ভাইয়ের মতো একজন ভালো ক্রিকেটার হতে চাই। আমি যেনো খেলাধুলা নিয়মিত চালিয়ে যেতে পারি এ জন্যে সকলের দোয়া চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়