প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে
ফরিদগঞ্জে মাসব্যাপী বালক-বালিকাদের অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ২০ ফেব্রুয়ারি
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪-এর আওতায় ফরিদগঞ্জ উপজেলায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণে অংশ নেয়া ৩০জন বালক-বালিকার এই প্রশিক্ষণের সমাপনী হবে আগামী ২০ ফেব্রুয়ারি।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন হয়েছিল ২৯ জানুয়ারি। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডল। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও বেশি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলায় আগ্রহী হয়ে উঠলে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে দূরে থাকবে। তাই আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে সব সময় খেলাধুলার আয়োজনের ব্যাপারে সহযোগিতা করে আসছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম। তিনি বলেন, ফরিদগঞ্জ উপজেলা খেলাধুলায় সবসময় ভালো করে। বিগত বছর বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপে (অনূর্ধ্ব-১৭) ফরিদগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয়েছিল, জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুনার্মেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ও প্রমিলা ফুটবল টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল। ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলে প্রশিক্ষণে মনোযোগী হও।
বিশেষ অতিথি জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট ক্রীড়া অঙ্গন গড়ে তোলার জন্যে জেলা ক্রীড়া অফিস ইতিমধ্যে কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা থেকে ২জন ফুটবলার জাতীয় দলে প্রতিনিধিত্ব করছেন, ২জন ক্রিকেটার জাতীয় দলে প্রতিনিধিত্ব করছেন, ভবিষ্যতে যেনো জাতীয় মানের অ্যাথলেট প্রতিনিধিত্ব করতে পারে সেজন্যেই এই মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। যার মধ্য দিয়ে ফরিদগঞ্জ উপজেলা থেকে জাতীয় মানের অ্যাথলেট বের করে আনা সম্ভব হয়। আশা করি আগামী ২০ ফেব্রুয়ারি অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণসহ প্রশিক্ষণটির সমাপনী হবে।
উল্লেখ্য, অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২০জন অ্যাথলেটের মধ্য থেকে সেরা ৩০জন অ্যাথলেটকে নিয়ে এই মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক নুরুন্নবী নোমান বলেন, প্রশিক্ষণ পাওয়া অ্যাথলেটরা আশা করি আগামীতে ভালো করবে। তবে উপজেলা পর্যায়ে যত বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে প্রতি উপজেলা থেকে অনেক খেলোয়াড় সৃষ্টি করা যাবে।
মাসব্যাপী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন চারজন প্রশিক্ষক। এরা হলেন : রাজিব চন্দ্র মজুমদার, সুলতানা রাজিয়া, তাজুল ইসলাম ও মোহাম্মদ রাশেদ।