শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন গাজী স্পোর্টিং ক্লাব
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট এলাকায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্থানীয় গাজী স্পোর্টিং ক্লাব। মুন্সিরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় দলটি ২০১৮, ২০২২ ও ২০২৩ সালে অনুষ্ঠিত ফুটবল খেলায় অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত খেলায় গাজী স্পোর্টিং ক্লাব স্থানীয় হাজরা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সাংসদ অ্যাডঃ নুরুল আমিন রুহুল।

মুন্সিরহাট বাজার বণিক সমিতির সভাপতি শুক্কুর মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হাজরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের নায়েমের সাবেক শীর্ষ কর্মকর্তা ড. লোকমান হোসেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকতা রেনু দাস, চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান, মতলব উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সালেহ আহমদ, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ।

গাজী স্পোর্টিং ক্লাব এর আগে ২০১৮ সালে স্টুডেন্ট ক্লাব ও ২০২২ সালে বোম্ব স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো। করোনার কারণে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত টুর্নামেন্টের কোনো খেলার আয়োজন করা হয়নি। দলটির টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন মোঃ ফারুক গাজী। দলটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন প্রবাসী মোঃ নোমান গাজী ও মোঃ কামাল গাজী। দলের খেলোয়াড়রা হলেন : সাইদুল গাজী, সিয়াম গাজী, শুভ গাজী, রাফি গাজী ও সালমান। টুর্নামেন্টে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন গাজী স্পোটিং ক্লাবের শুভ গাজী।

গাজী স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার মোঃ ফারুক গাজী এ প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, আমাদের মুন্সিরহাট হাইস্কুল মাঠে প্রতিবছরই মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। আমরা আমাদের এলাকার ছেলেদের নিয়েই দলগঠন করি। মাঠটি ছোট হলেও খেলা চলাকালীন সময়ে প্রচুর দর্শকের উপস্থিতি হয় মাঠে। আমরা যেনো আমাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারি সেজন্যে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

চলতি বছর অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টটিতে অংশ নেয়া দলগুলো ছিলো : গাজী স্পোর্টিং ক্লাব, হাজরা স্পোর্টিং ক্লাব, স্টুডেন্ট ক্লাব, মনোহরখাদি স্পোর্টিং ক্লাব, পাটওয়ারী স্পোর্টিং ক্লাব, আমতলী জুনিয়র স্পোর্টিং ক্লাব, আইকন স্পোর্টিং ক্লাব, আমতলী সিনিয়র স্পোর্টিং ক্লাব, বকাউল স্পোর্টিং ক্লাব, পিটিবি স্পোর্টিং ক্লাব , মুন্সিরহাট স্পোর্টিং ক্লাব, ধনপদ্দি স্পোর্টিং ক্লাব, সুপার নাইন স্পোর্টিং ক্লাব, নুরুল্লাহপুর স্পোর্টিং ক্লাব, মুন্সিরহাট সুপারস্টার ক্লাব, গাজী দিঘলদি স্পোর্টিং ক্লাব, হাজরা জুনিয়র স্পোর্টিং ক্লাব, বেস্ট স্পোর্টিং ক্লাব, মৃধা স্পোর্টিং ক্লাব ও দিঘলদি স্পোর্টিং ক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়