প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিলেন সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা। গত ২৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে দুদলেই ছিলেন আইনজীবীরা।
ম্যাচ শুরু হওয়ার আগে ঘোষণা করা হয়, দুদলের খেলাটি অনুষ্ঠিত হবে বিবাহিত ও অবিবাহিত ফুটবলারদের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ হলে পরবর্তীতে টাইব্রেকারের মাধ্যমে খেলা শেষ হয়। খেলা দেখতে মাঠে আইনজীবী, সহকারী মোহরার সহ ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ক্রীড়া কমিটির পক্ষ থেকে নবীন আইনজীবীরা এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন।
দুদলে যারা খেলেন তারা হলেন-- জসিম পাটওয়ারী, জাহাঙ্গীর খান, জসিমউদ্দিন (২), হান্নান কাজী, বদরুল আলম চৌধুরী, ইয়াসিন আরাফাত ইকরাম, বিশ্বজিৎ কর রানা, রিয়াদ মুনতাসির, মাসুদ রানা, কামরুল ইসলাম, নারায়ণ চন্দ্র দে, সুজন, সানজিদ সানি, সোহাগ, আলমগীর, কাউছার, বাশার সুমন, হিমেল, নাদিম ও খোরশেদ আলম শাওন। দু’দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন অ্যাডঃ জসিম পাটওয়ারী ও অ্যাডঃ হান্নান কাজী। দুদলই খালি পায়ে ফুটবলের জার্সি পরে মাঠে খেলতে নামেন। মাঠের মাঝখানে দুইপাশে গোলপোস্টের বার বসিয়ে রেফারীর মাধ্যমে খেলা অনুষ্ঠিত হয়।
প্রীতি ম্যাচে অংশ নেয়া আইনজীবীরা জানান, তাদের ফুটবল খেলা সহ ইনডোর ও আউটডোরের বিভিন্ন খেলা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান রিপন এ প্রতিবেদককে বলেন, অনেকদিন পর আমাদের আইনজীবী সমিতির সদস্যরা চাঁদপুর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। খেলা চলাকালীন সময়ে মাঠে দেখা গেছে অংশ নেয়া দুদলের খেলোয়াড়রাই ভালো খেলা উপহার দিয়েছেন। সারাদিন মানুষের সেবার পাশাপাশি খেলাধুলার সাথে যে আইনজীবীরা সক্রিয় রয়েছেন, এজন্যে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে খেলোয়াড়দের প্রতি রইলো অভিনন্দন। আমাদের সমিতির পক্ষ থেকে ফুটবল , ক্রিকেট, ব্যাডমিন্টন সহ সকল ধরনের খেলাধুলার জন্যে সহযোগিতা অব্যাহত থাকবে।
ফুটবল ম্যাচে অংশ নেয়া অ্যাডঃ জসিম পাটওয়ারী, রিয়াদ, কাউছার ও মাসুদ রানা এ প্রতিবেদককে জানান, আমরা শীতকালে নিয়মিত ব্যাডমিন্টন খেলি। আমাদের অনেক আইনজীবীই রয়েছেন যে, তারা ভালো ফুটবল খেলেন। আমরা সারাদিন বিভিন্ন মানুষের সেবা দিয়ে থাকি। অবসর সময়টুকুতে নিজের শরীরের ফিটনেস ধারে রাখার জন্যে আমরা খেলাধুলার উদ্যোগে নিয়েছি। খেলাধুলার জন্যে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে বলে আমাদেরকে আশ্বাস দেয়া হয়েছে। ইতিমধ্যে জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির কর্মকর্তারা জানিয়েছেন খেলাধুলার সরঞ্জামাদি কেনার জন্যে সকল ধরনের সহযোগিতা করা হবে।