শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

নোয়াখালীতে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জোনাল ক্রিকেট প্রতিযোগিতা

৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জ ও ১০ ফেব্রুয়ারি কক্সবাজারের সাথে লড়বে চাঁদপুর জেলা দল

৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জ ও ১০ ফেব্রুয়ারি কক্সবাজারের সাথে লড়বে চাঁদপুর জেলা দল
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনূর্ধ্ব-১৬ জোনাল ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। নোয়াখালীতে চট্টগ্রামের সি-গ্রুপের খেলা গত ৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে। বৃষ্টিবিঘিœত মাঠ থাকার কারণে উদ্বোধনী দিনের খেলায় চাঁদপুর ও কুমিল্লা জেলা দলকে সমান সমান পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছে। টুর্নামেন্টের ফিকশ্চার অনুযায়ী ‘সি’ গ্রুপে চাঁদপুর জেলা দলের সাথে রয়েছে সুনামগঞ্জ, কুমিল্লা ও কক্সবাজার। চাঁদপুর প্রথম খেলায় কুমিল্লার সাথে সমান পয়েন্ট পেলেও আগামী ৯ ফেব্রুয়ারি বুধবার সুনামগঞ্জ ও ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কক্সবাজারের সাথে লড়বে। ‘সি’ গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে।

চাঁদপুর জেলা দলটি টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে প্রায় ১ মাস ধরে নিয়মিত আউটার স্টেডিয়ামে ক্লেমনের ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করে যাচ্ছে। অনুশীলনের দায়িত্বে আছেন ক্রিকেটার পলাশ কুমার সোম। চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন : মোস্তাফিজুর, সালাউদ্দিন, সাইদ আফ্রিদী, হৃদয় মির্জা, নিরব সরকার, সালমান জাহান, ইনজামামুল হক, মোস্তাক হাসান, হাবিব, সিফাত, আল-আমিন, রাফিদ, জিসান ও ফারদিন। দলের টিম ম্যানেজারের দায়িত্বে রয়েছেন ক্রিকেটার রাফসান জানি।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোতালেবের সাথে মুঠোফোনে দল সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, আমাদের বয়সভিত্তিক দলটি অনেক দিন ধরেই অনুশীলন করে যাচ্ছে। দলের মধ্যে রয়েছে উঠতি বয়সী অনেক নতুন নতুন ক্রিকেটার। এসব ক্রিকেটার যদি তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে আশা করছি আমাদের দলটি ২য় রাউন্ডে খেলার সুযোগ পাবে।

দলের কয়েকজন ক্রিকেটারের সাথে আলাপ করলে তারা জানায়, আমাদের জেলা ক্রীড়া সংস্থা থেকে যদি নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট লীগ হয় তাহলে আমরা আমাদের খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারবো। আমরা আমাদের জেলা ক্রীড়া সংস্থার সভাপতিসহ কার্যকরী কমিটি এবং ক্রিকেট উপ-কমিটির সকলের কাছে অনুরোধ করবো। এ জেলাতে যেনো নিয়মিতভাবে উদীয়মান ক্রিকেটারদের ভবিষ্যতের কথা চিন্তা করে ক্রিকেট খেলা চালু রাখা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়