প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মায়ের প্রতি শ্রদ্ধা
প্রিয়তমা মা,
আস্সালামু আলাইকুম। প্রিয় মা, আশা করি ভালো আছো। কোলাহলমুক্ত নির্জনে আমাদের ছেড়ে ভালো আছো। কিন্তু আমরা যে তোমায় ছেড়ে ভালো নেই প্রতি মুহূর্তে-প্রতিক্ষণে। শুধু তোমার প্রতিচ্ছবি ভেসে আসে এ দুটি নয়নে।
পত্রের শুরুতেই তোমার প্রতি হৃদয় নিংড়ানো একবুক ভালোবাসা, আশা করি যেখানেই আছো, যেভাবে আছো, ভালো আছো, ভালো থাকাটাই আমার প্রত্যাশা।
২০২০ সালের ১০ জুন করোনাকালীন তুমি আমাদের ছেড়ে দুনিয়ার সকল মায়া ত্যাগ করে চলে গেছো দূরে বহু দূরে। যেখান থেকে আর কেউ ফিরে আসে না। আজও তোমার প্রতীক্ষায় প্রতিক্ষণে দেশের মাটি ছেড়ে দূর প্রবাসে বসে তোমার আশার অপেক্ষায় থাকি, অনেক মিস করি মা তোমায়, অনেক ভালোবাসি।
খুব ইচ্ছে ছিল তোমায় নিয়ে মরুময় আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ এবং বিশ্বনবীর রওজায় মদিনা মনোয়ারা নিয়ে যাওয়ার, সেই সুযোগটুকু আর হয়ে ওঠেনি। তার আগেই তুমি আমাদের ছেড়ে চলে গেলে অন্ধকার কবরে।
মা তোমার দেওয়া দোয়া নিয়ে দেশের মাটি ছেড়ে দূর প্রবাসে ভালো আছি, তোমার আদর্শ এবং দেওয়া পরামর্শ অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করে যাবার চেষ্টা করে যাচ্ছি।
যখনই কোন মানুষেরই কষ্টের কথা শুনি তখন নিজের কিছু না থাকলেই হয় তাকে ফিরিয়ে দিতে পারি না, মুখের উপর না বলতে পারি না।
তাদের পাশে স্বল্পভাবে অল্প করে সহযোগিতা দিতে পারলেই নিজের অনেক ভালো লাগে, আর যখন দিতে পারি না তখন একবুক কষ্ট নিজের মধ্যে কেঁদে মরে।
মা, তুমি আজ নেই, তবুও মনে হয় তুমি আছো আমার পাশে, অনেক মিস করি গো মা।
তোমায় ভালোবাসি কতটা ভালোবাসি সে কথা লিখে কিংবা বলে শেষ করা যাবে না।
আবার অনেকেই তোমার মত করে আমায় বুঝবে না, মা শুধু বোঝে একমাত্র সন্তানের কষ্ট এছাড়া আর কেউ বুঝতে চায় না এ ধরার বুকে।
প্রতিটি মানুষের জীবনে মায়ের অবদান বাবার অবদান লিখে শেষ করা যাবে না।
মা শুধু মা তার সাথেই পৃথিবীর কারো তুলনা হয় না।
মরিচ গাছের সাদা ফুল আমার লেখায় অনেক ভুল, লেখা দেখে হেসো না,
আমার কথা ভুলে যেও না মা।
যেখানে থাকো ভালো থাকো, মহান আল্লাহ তায়ালা তোমায় জান্নাতবাসী করুন আমিন।
ইতি
তোমার আদরের সন্তান।