প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
তাদের জন্য আমার প্রার্থনা

যারা আমার এক নম্বর শত্রু
তাদেরকে রাখি আমার প্রার্থনায়
যারা আমার দুই নম্বর শত্রু
তাদেরকে রাখি আমার প্রার্থনায়-
যারা আমার তিন নম্বর শত্রু
তাদেরকে রাখি আমার প্রার্থনায়
যারা আমার আজন্ম শত্রু
তাদেরকেও রাখি আমার প্রার্থনায়
যারা আমাকে প্রতিনিয়ত অভিশাপ দেয়
কখনো আমার মুখ দেখতে চায় না
এমনকি আমার মৃত্যুও কামনা করে
তাদেরকেও রাখি আমার প্রার্থনায়
যারা বলে আমার কুষ্ঠ হউক
ক্যান্সার হউক
আমি যেন অন্ধ হয়ে যাই
আমার দু চোখের আলো চিরতরে নিভে যাক
তাদেরকেও রাখি আমার প্রার্থনায়
যারা আমার স্ত্রী-সন্তানেরও অঙ্গল কামনা করে
যারা মুহুর্মুহু আমার সমূহ বিপদ কামনা করে
যারা বলে আমার মাথায় যেন বাজ পড়ে
আমার মুখে যেন পোকায় ধরে
আমি যেন বধির হয়ে যাই
আমি যেন শান্তিতে থাকতে না পারি
তাদেরকেও রাখি আমার প্রার্থনায়