প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
শৈশবের ঈদ

শৈশবেরই ঈদ নিয়ে
আছে অনেক স্মৃতি
ঈদ এলে পেতাম অনেক
শুভেচ্ছা আর প্রীতি।
চাঁদের রাতে সবে মিলে
খুঁজতাম ঈদের চাঁদ
ছেলে-মেয়ে-বৃদ্ধ সবাই
কেউ যেতো না বাদ।
আকাশেতে খুঁজে পেলে
বাঁকা চাঁদের হাসি
সবার মাঝে ছড়িয়ে যেতো
রোজার ঈদের খুশি।
সকাল বেলায় গোসল শেষে
পরতাম ঈদের জামা
ঈদ সালামি নিয়ে হাজির
হতেন ছোট্ট মামা।
বাবাও দিতেন ঈদ সালামি
বাদ যেতেন না দাদা
খুব সকালে শুরু হতো
মায়ের সেমাই রাঁধা।
সেমাই খেয়ে ঈদগাহে
সবাই মিলে যেতাম
ঈদের নামাজ পড়ে সবাই
অনেক শান্তি পেতাম।
নামাজ শেষে সবে মিলে
করতাম কোলাকুলি
ঈদ আমাদের ঐক্য শেখায়
সকল বিভেদ ভুলি।
ঈদগাহেরই দোকান থেকে
কিনতাম পটকাণ্ডবাঁশি
ছোট্টবেলায় সামান্যতেই
হতাম অনেক খুশি।
বন্ধুদেরই সাথে যেতাম
একে অন্যের বাড়ি
পায়ে হেঁটে যেতাম সবাই
ছিলো না কোনো গাড়ি।
শৈশবেতে ঈদটা ছিলো
আনন্দ ভরা
শৈশবের ঈদ হলো
সবার চেয়ে সেরা।