প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
মুহাম্মদ আনিছুর রহমানের কবিতা
ঈদুল ফিতর
অনলাইন ডেস্ক

বছর ঘুরে এলো আবার
পবিত্র ঈদুল ফিতর
সেই খবরে ভীষণ খুশি
লাগছে মনের ভেতর।
সকাল বেলায় পড়বো নামাজ
ঈদগাহে গিয়ে
বাড়ি থেকে রওনা হবো
মায়ের দোয়া নিয়ে।
বাবা আমায় বলবে ডেকে
ঈদগাহে চল্
তোদের মনের বায়নাগুলো
আমায় খুলে বল্।
ঈদগাহে গিয়ে সবে
পড়বো ঈদের নামাজ
ধনী-গরিব সবে মিলে
গড়বো সাম্যের সমাজ।
নামাজ শেষে করবো সবে
মিলে কোলাকুলি।
শরীর থেকে পড়বে ঝরে
সকল পাপ।
বিভেদ ভুলে ঐক্য গড়ি
এই না হোক দীক্ষা
শান্তি সুখের সমাজ গড়ো
এটাই ইসলামের শিক্ষা।