বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

আমার আক্ষেপ
আয়েশা সিদ্দিকা

একটা নিস্তব্ধ ঘুটঘুটে অন্ধকার রাত কেটে গেছে

বড় বড় চোখের পাতাগুলো একে অপরকে বিকর্ষণ

দুটো এক করলেই যেন ভয়ঙ্কর বজ্রপাত

তারপর একটি অন্ধকার সকাল

চোখে দেখতে না পাওয়া

কানে শুনতে না পাওয়া

অন্ধকার চারদিক, অন্ধকার পৃথিবী

সেই অন্ধকার দিনও কেটে গেলো

এভাবে রাত কাটতে না চাওয়া সময়গুলো পেরিয়ে

একটি সপ্তাহ কেটে গেলো,

তারপর মাস

এবার আর ভয় নেই

শুধু অকারণ মন খারাপ রয়ে গেছে

একাকী ভোরের আকাশের দিকে তাকিয়ে

নিস্তব্ধতায় শতশত দীর্ঘনিঃশ্বাস রয়ে গেছে।

দীর্ঘনিঃশ্বাস কাটানোর কত প্রচেষ্টা

আকাশের বিশালতায় হারিয়ে ভুলে থাকার

সে কত নীরব চেষ্টা

সবই বৃথা দিন শেষে।

বুক ভারি অনুভূতি হানা দেয় রাতে এসে।

বিশাল খোলা আকাশ ঠকায়নি আমায়

সে আমায় খামোশ হতে শেখায়

এভাবে এক বছর ও কেটে যাবে,

আমরা ভুলে যাবো সেই বিচ্ছেদের কারণ

অথচ সেই অকারণের কারণটাই ছিল প্রধান

তারপর এক যুগ

তারপর এভাবে একজীবনও কেটে যাবে।

কখনো মনে হবে সব ঠিক হয়ে গেছে

কখনো আবার হৃদয়ের তীব্র কম্পন হয়ে ফিরে আসবে

সেই নিকষ কালো অন্ধকার মেঘ।

আকাশ হবে না কখনো।

এই আমার আক্ষেপ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়