প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০
নদী ও নারী কাছাকাছি।
দুটোই প্রবহমান।
কেউ বাতাসে ঢুলে,
কেউ কথায় ঢুলে।
নদী সুযোগ পেলে প্রস্থান করে,
নারীও বিলম্ব করে না।
গভীর নদী শান্ত থাকে।
প্রবহমানে নিঃশব্দ।
গুণবতি নারীও শান্ত।
আচরণে, চলায় খুব স্বাভাবিক।
অন্যদিকে কম পানির নদী
বহে যাওয়ার শব্দ বেশি।
অকর্মের নারীর ঢেঁকির মতো
শব্দ বেশি।
তবুও দিনশেষে পুরুষের প্রশান্তি,
নদী ও নারীর কাছে।
একাকী জীবনে নদী দুনিয়ার স্বর্গ।
প্রশান্তির শেষ আশ্রয়।
পারিবারিক জীবনে নারী রত্ন।
শেষ সম্ভল।
তাই নারীকে বুঝতে,
আপন করে পেতে
নদীর কাছে মাঝে মধ্যে যেতে হয়।