বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০

আকিব শিকদারের দুটি কবিতা
অনলাইন ডেস্ক

সংসার বিবাগীর গান

তুমি তো জানো না মেয়ে, তুমি তো জানো না।

গণিতের মাস্টার তোমার বাবা, আমরা কুয়াশা ঠেলে

রোজ সকালে পড়তে আসতাম। বারান্দাতে

আর সব ছাত্রের সাথে অপেক্ষাতে থাকতাম।

উচাটন মন, তোমার মুখটা কখন

দেখবো ঘরের কোণে। সেই মুখ, মাথার দু'পাশে

গোছা বাধা চুল; দু'কানে চুরির মতো বড় দু'টি দুল।

সে মুখের ছবি বহুবার একেছি মনে, কেউ জানে না,

একবার খাতাতে আঁকতে গিয়ে ধরা...

হলো না আমার লেখাপড়া। তুমি তো জানো না।

তোমার বাবার হাতে কানমলা। প্রাইভেটের পথে

আর যাওয়া হলো না, স্কুল থেকেও নাম কাটা,

কেননা তোমার বাবা সে স্কুলেরই শিক্ষক

যে স্কুলে পড়তাম আমি। হলো না আমার লেখাপড়া

এদিকে আমার বন্ধুরা একে একে উঠে গেল উঁচু ক্লাসে

মাসে মাসে। আমি শুধু ডুবলাম কলঙ্কের

বোঝা মাথাতে চেপে। সময় মেপে।

তুমি তো জানো না মেয়ে, তুমি তো জানো না

সেই মুখ আজও আমার মনের দেয়ালে আঁকা -

তাই আমার সংসার হলো না। তুমি তো জানো না।

সরাইখানার গল্প

পাকা চুলে যতই লাগাও কলপ, যৌবন কি ফিরে পাবে আর -

ফিরে পাবে আর বলো...!

ফিরবে না তো তোমার যেদিন গেল...

ব্যস্ত ছিলাম, আমি ব্যস্ত ছিলাম

দুনিয়াদারীর সাজ-সরঞ্জাম

নিজের ঝুলায় জুগিয়ে নেবার কাজে-

অথচ দুনিয়া আমায়

জানাতে বিদায়

দাঁড়িয়ে আছে চাবুক হাতে খুনি দাজ্জালের সাজে।

এই দুনিয়া একটি সরাইখানা, খাবে দাবে, থাকবে দুদিন

আবার চলে যেতেও হবে।

আজ যা তোমার দখলে আছে

কাল তা যাবে অন্যের কাছে-

কেন নিজের আখের গুছিয়ে নিতে তুমি আমি ভাবনা করি তবে?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়