বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০

বস্তুনিষ্ঠ সাহিত্য পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাঠক ফোরাম
অনলাইন ডেস্ক

‘পাঠক ফোরাম’ এক হাজারতম সংখ্যায় পা রেখেছে জেনে আনন্দিত হলাম। পাঠক ফোরাম এক হাজার সংখ্যায় পা রাখার বিষয়টি সাহিত্য অঙ্গনে বিশেষ করে তরুণ, নবীন, প্রবীণ সাহিত্যিকদের জন্য সচ্ছল গুরুত্ব বহন করে। পাঠক ফোরামের এ শাখাটি বিভিন্ন বিষয়ে বস্তুনিষ্ঠ লেখকদের লেখা ছাপাতে কোনো ধরনের সমঝোতা করে না। এ জন্য পত্রিকাটি জেলা পর্যায়ে পাঠকদের মন জয় করতে সক্ষম হয়েছে।

পাঠক ফোরামের সঙ্গে আমি ছিলাম এবং এখনও আছি। এটি আমার জন্য একটি বড় পাওয়া। সাহিত্য সম্পাদকের কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন এ বিভাগে লেখার জন্য।

পাতাটির এক হাজারতম সংখ্যার পূর্তি উপলক্ষ্যে প্রার্থনা- তরুণ লেখকদের লেখা নিয়ে যেভাবে নিরলস কাজ করে এসেছে, আগামীতেও সেভাবে কাজ করুক। দায়িত্বশীল সম্পাদক হিসাবে পাঠকের আস্থা অর্জন করুক। জেলামাধ্যম পত্রিকা হিসেবে এটির পাঠকপ্রিয়তার অন্যতম কারণ- পাঠকের চাহিদা পূরণে সদা তৎপর থাকে সবসময়। পাঠক, লেখক সবাই পত্রিকাটিতে পেয়ে থাকেন তাদের প্রিয় লেখাটি।

চাঁদপরে কিছু কিছু পত্রিকা সাহিত্য পাতার জন্ম দিয়ে বেশিদিন বেঁচে থাকতে পারেনি। পাঠকের কাছে গ্রহণযোগ্যতা না পেলে শুধু পত্রিকাকে বাঁচিয়ে রাখতে কঠিন হয়ে যায়। সেজন্য পত্রিকার মালিককে রুচিশীল সাহিত্য সম্পাদক নিয়োগ দেয়া জরুরি মনে করি। একটা পত্রিকায় যদি যোগ্য সম্পাদক না থাকে, তা হলে মনে করতে হবে অচিরে পত্রিকাটির মরণ নিশ্চিত হয়ে যাচ্ছে। আমরা দেখি এমন কিছু পত্রিকায় কিছু লেখকের লেখা ছাপা হয় যা পড়ার মন-মানসিকতা থাকে না। পত্রিকার সম্পাদক যদি পাঠকের দিকে না তাকিয়ে তাদের নিকটতম অ্যাজেন্ডা নির্বাচন করে সাহিত্যপাতায় ভূরিভুরি অপ্রয়োজনীয় লেখা ছাপিয়ে পাতাটি স্যাঁত-স্যাঁত করে ফেলে তা হলে দিন দিন সাহিত্য থেকে পাঠক আস্থা হারিয়ে ফেলবে। একটা লেখা পড়ে যদি পাঠক আনন্দ না পায় বা লেখাটি বার বার পড়ার আগ্রহ না রাখে তা হলে সেটির কোনো মূল্যায়ন থাকে না। এমন অখাদ্য-কুখাদ্য লেখা পরবর্তীতে পত্রিকাটির সমাদিতে পরিণত করে। সাহিত্য পাতা থেকে পাঠক কী চায় সেদিকে সম্পাদককে নজর রাখতে হবে। সেদিক থেকে চাঁদপুর কণ্ঠ একজন রুচিশীল সম্পাদকের মাধ্যমে পাঠক ফোরামটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেজন্য আমি পত্রিকা কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।

সাহিত্য হোক ‘সুন্দরের’। সে কামনায় আবারো পাঠক ফোরামের একহাজারতম সংখ্যার অনাবিল প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়