বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০

পাঠক ফোরামকে অভিবাদন
অনলাইন ডেস্ক

চাঁদপুর থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত জনপ্রিয় পত্রিকার নাম যদি বলি, প্রথমেই বলবো দৈনিক চাঁদপুর কণ্ঠ। আর আমার লেখার শুরুর স্বাধীন বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে অন্যতম জেলার নাম চাঁদপুর জেলা। এই জেলার ঐতিহ্য-ইতিহাস-সংষ্কৃতি, লেখক বৃদ্ধি সাংবাদিক হওয়া বা সাংবাদিক সৃষ্টি করার ভূমিকায় রয়েছে দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ অবদান। দৈনিক চাঁদপুর কণ্ঠ সাপ্তাহিকভাবে তৃণমূলের লেখা গল্পে-কবিতা, প্রবন্ধ, ভ্রমণ কাহিনিসহ ইত্যাদি রকমের লেখা দিয়ে সাজানো-গোছানো দৈনিক চাঁদপুর কণ্ঠ পাঠক ফোরাম। এই পাঠক ফোরামের মাধ্যমে বহু কবি, লেখক গল্পকার সৃষ্টি হয়েছে। যা বর্তমানে অব্যাহত আছে। কবি, লেখক হিসেবে পরিচিতি লাভ করার পেছনে যার অবদান বেশি বা আতুড়ঘরই হচ্ছে এক বাক্যে চাঁদপুর কণ্ঠের পাঠক ফোরাম। যার কোন পেরালাল নেই। আপন গতিতেই চলমান বা পথচলার এক হাজারতম দিন পৌঁছালো পাঠক ফোরাম। পাঠক ফোরামের এক হাজারতম সংখ্যা প্রকাশের দিনে সকল কবি, সাহিত্যিক, গল্পকারসহ পাঠকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

স্বাধীন বাংলাদেশের ৬৪টি জেলা রয়েছে। এ ৬৪টি জেলা শহরের মধ্যে অন্যতম জেলাশহর হচ্ছে আমার প্রাণপ্রিয় চাঁদপুর। মেঘানা-ডাকাতিয়া নদী ঘেরা চাঁদপুরে রয়েছে বাঙালির আমিষ খাবারের মাঝে প্রিয় পছন্দের খাবার যার গল্প শুনলেই বাঙালি মাত্রই জীবে জল আসে। সেই সুস্বাদু রূপালি ইলিশের রাজধানী চাঁদপুর। যাকে বর্তমানে বলা হয়, ইলিশের বাড়ি চাঁদপুর। চাঁদপুরের মানুষের মাঝে রয়েছে নানা রকমের প্রতিভা। দেশ-বিদেশে ছড়িয়ে আছেন জ্ঞানী-গুণী ও কৃতি সন্তানগণ। এ জেলার মানুষের পরিচিতি রয়েছে সমগ্র দেশে এবং বিদেশে। জেলার বহুরূপী প্রতিভার স্বাক্ষর রেখে চলছেন দেশের রাজনীতি, অর্থনীতি, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, সাহিত্য, সংস্কৃতি পরিমণ্ডল বর্তমানে বিশাল অবস্থানে জায়গা করে নিয়েছেন অনেকেই। গীতিকবি, শিশু সাহিত্যিক, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক, গল্পকার, অভিনয় শিল্পী, কণ্ঠশিল্পী, ক্রীড়াবিদ, খেলোয়াড়সহ সৎ সমাজ ভাবনার মানুষ রয়েছেন। এ জেলায় আরো রয়েছেন, বাঙালির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা সংগ্রামী সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ। দেশবিদেশে একটি জেলার পরিচিতি লাভ করার পেছনে অনেক জ্ঞানী-গুণীদের অবদান আছে এবং থাকবে।

অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, পত্রিকার প্রধান সম্পাদক যিনি আমার কাছ থেকে দেখা চমৎকার কথাসাহিত্যিক, উপস্থাপক, সংগঠক তথা সৃষ্টিশীল মানুষ শ্রদ্ধেয় কাজী শাহাদাত। যাঁকে আমি শ্রদ্ধার সাথে ‘শাহাদাত ভাই’ বলে ডাকি। মার্চ মাস বাঙালির স্বাধিকার আন্দোলনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য বীর মুক্তি সংগ্রামী মানুষের প্রেরণার মাস। বাংলাদেশ মানচিত্র, পতাকা সৃষ্টিতে ৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, রাজনীতিক কবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্যে তৎকালীন সাড়ে সাত কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিলো মহান মুক্তিযুদ্ধে। বাঙালি পেয়েছিলো স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ এবং একটি লাল-সবুজের পতাকা। এ যুদ্ধের মাধ্যমে পাল্টে দেয় পৃথিবীর মানচিত্র। তেমনিভাবে স্বাধীন বাংলাদেশের অন্যতম জেলা শহর চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার আয়োজনে সাপ্তাহিক পাঠক ফোরাম জেলার সাংস্কৃতিক কবি, লেখক ও সাহিত্যিক সৃষ্টিতে অবদান রেখে চলছে। তাই একহাজার পর্বের চাঁদপুর কণ্ঠ পাঠক ফোরামকে অভিবাদন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়