প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০
ঋতুরাজ বসন্ত হাওয়ায় প্রকৃতি নানা সাজে সজ্জিত। ফুলের সৌরভ, মুকুলের সমারোহ, একুশের বন্দনায় আনন্দণ্ডহিল্লোল। উদযাপনে কেটে গেলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। সাহিত্য মেলা, চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি উৎসব। করোনা-পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেও আমরা বিভিন্ন দিবস পালনে মিডিয়ার কল্যাণে সমবেত উল্লাসে মেতে উঠি। কখনো-সখনো বাস্তবতার কঠিন খড়গে বিনোদনে ভাটা পড়ে। মিডিয়ার কল্যাণে কিছু সময়ের জন্য হলেও ঠোঁটে ঠোঁটে হাসি মাখি। চাঁদপুরবাসী একটি ঐতিহাসিক আনন্দণ্ডআমেজের স্মৃতি রোমন্থন সন্দিক্ষণে রক্তগঙ্গায় স্নানরত অগ্নিঝরা উত্তাল মার্চে খুশির বার্তা প্রকাশ হলো চাঁদপুর কণ্ঠের ‘পাঠক ফোরাম’ বিভাগের ১০০০তম সংখ্যা উদযাপন।
চাঁদপুরজেলার সাংবাদিক-সংবাদপত্র-সাহিত্য-কৃষ্টি-কালচার-ইতিহাসের জয়গানে ‘পাঠক ফোরাম’ এক বর্ণিল অধ্যায়। জেলার প্রতিটি মাহেন্দ্রক্ষণে এবং ক্রাইসিস মুহূর্তে চাঁদপুর কণ্ঠ সংবাদ পরিবেশন এর সাথে সাথে পাঠক ফোরাম তুলে ধরেছে সময়ের সোপান। চাঁদপুর কণ্ঠ সৃষ্টিশীল বীজ ও বীজের অংকুরোদগমের নিবিড় পরিচর্যার নাম হচ্ছে পাঠক ফোরাম। কচি হাতের খুদে লেখকের একটি লেখা যখন কণ্ঠে আসে তা উৎসাহে এগিয়ে দেয় পাঠক ফোরাম বিভাগে। পর্যায়ক্রমে লেখক ডানা মেলে কলমের কালিতে স্বপ্নের পসরা সাজিয়ে, একান্ত অভিলাষ মিটিয়ে উড়ে বেড়ায় দিগন্তে দিগন্তে।
জেলায় সাংবাদিক-সাহিত্য ও সংস্কৃত প্রতিষ্ঠিতজনদের বর্তমান সিংহভাগ পাঠক ফোরামে হাতেখড়ি। পাঠক ফোরাম সংশ্লিষ্টরা যেভাবে সৃষ্টির দায়বদ্বতায় দায়িত্ব কাঁধে জড়িয়েছেন তা অনন্য। জেলা প্রশাসন ‘পাঠক ফোরাম’-এর আদ্যোপান্ত সানন্দে জেনে যথাযথ স্বীকৃতিতে ভূষিত করলে লেখকরা পুলকিত হবেন। অন্যেরা সৃষ্টিশীলতায় এগিয়ে আসবেন।
পাঠক ফোরামের ১০০০তম সংখ্যা অনুভূতির উৎসবে একজন সারথি হিসেবে উচ্ছ্বসিত। সম্পাদক নাসিরউদ্দীনের সওগাত পত্রিকার কালজয়ী কীর্তি বিদ্রোহী কবি-জাতীয় কবি নজরুল। চাঁদপুর কণ্ঠে সওগাতের প্রতিচ্ছবি ‘পাঠক ফোরাম’ বিভাগে অবলোকন করছি। কর্মের বিশালতায় চাঁদপুর কণ্ঠ ইতিহাসের বাঁকে বাঁকে পাঠক ফোরাম সময়ের অসীম ধরায় ডিজিটাল বিশ্বে স্মার্ট সাহিত্য মননশীল লেখক গড়ে হাজার বছরের শতায়ু নিয়ে আলোয় আলোকিত করবে এই বিশ্বাস লালন করি।
সকল লেখক-পাঠক-কণ্ঠ পরিবার ও বিশেষভাবে পাঠক ফোরাম সম্পাদককে নিরন্তর শুভেচ্ছা।