শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ফেব্রুয়ারির একুশ
আনিস ফারদীন

ফেব্রুয়ারির একুশ, মাথা নত না করার শপথ

দ্রোহের মন্ত্রণায় বুক চিতিয়ে অধিকারের প্রোজ্জ্বল স্মারক বুকে গাথা,

¯œায়ুতে টগবগে রক্তের ¯্রােতে এগিয়ে যাওয়ার তেজ,

বুক উঁচিয়ে মায়ের ভাষায় কথা বলার প্রাণান্ত চেষ্টা।

ফেব্রুয়ারির একুশ, বুকের রক্তে রাজপথ রঞ্জিত হওয়া ইতিহাস

মায়ের শেখানো বুলি টিকিয়ে রাখার অনিঃশেষ সংগ্রাম,

রাস্তায় ব্যারিকেড সরিয়ে লাল ফিতের সলতে বেধে

সালাম, শফিক, জব্বার এবং ইতিহাসের সূর্য সন্তানদের দ্রোহের মিছিল,

মঞ্চ কাঁপিয়ে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত রাজপথ

স্বৈরচারীদের বুকের কাপন।

ফেব্রুয়ারির একুশ, আলোকের সারি সারি মশাল মিছিল, হার না মানা গান

আবালবৃদ্ধবণিতার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলা প্রেরণার প্রতিচ্ছবি

যে প্রতিচ্ছবি দ্রোহের মন্ত্রণায় উজ্জীবিত করে তুলে, উষ্ণ হয়ে উঠে রক্তকণিকা।

ফেব্রুয়ারির একুশ, হার না মানা যুবকের এক অধীর স্বপ্ন

মায়ের বুলি রক্ষায় বুক চিতিয়ে দেয়া সকাল,

যে বুক বিদীর্ণ হয় থ্রি-নট-থ্রি রাইফেল আর স্টেনগানের বুলেটের আঘাতে।

ফেব্রুয়ারির একুশ, লাল রক্তে রঞ্জিত হওয়া কৃষ্ণচূড়া আর রক্তজবার প্রতিচ্ছবি

মাঠে-ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা বুনোফুল, দুর্বাঘাস, পথ-ঘাসদের ক্রন্দন, আহাজারি

সারি সারি কালো কাকের আর্তনাদ, মায়ের শোকার্ত চেহেরা

পিতার অশ্রু,

ভাই-বোনের দুঃখী জীবন, মায়ের ভাষায় কথা বলার অতৃপ্ত বাসনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়