প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০০:০০
বিডিএক্সপ্যাট ইন মালয়েশিয়ার চা-সিঙ্গারার আড্ডায় নেতৃবৃন্দ
প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠানোর আহ্বান
মালয়েশিয়া প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠানোর আহ্বান জানালেন ‘বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া’র নেতারা। শনিবার (৪ নভেম্বর) কুয়ালামাপুরের জিও সানওয়ে মলের স্টার কাবাব মিলনায়তনে অনুষ্ঠিত 'চা-সিঙ্গারার আড্ডা' থেকে প্রবাসীদের এ আহ্বান জানান তারা
|আরো খবর
মালয়েশিয়ায় বসবাসরত ও কর্মরত প্রফেশনালদের সর্ববৃহৎ অরাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাট), তাদের ডাকে সাড়া দিয়ে শতাধিক প্রবাসী জড়ো হন চা-সিঙ্গারার আড্ডায়। শতাধিক বাংলাদেশী প্রবাসীদের অংশগ্রহণে আড্ডা যেন সুদূর বিদেশে এক টুকরো বাংলাদেশকেই উপস্থাপন করছিলো।
বিডিএক্সপ্যাটের এক্সিকিউটিভ পারিসা ইসলামের সঞ্চালনায় শুরুতেই বিডিএক্সপ্যাটের এক্সিকিউটিভ কমিটির সকলে নিজেদের পরিচিতি তুলে ধরেন। তারপর একে একে উপস্থিত সবার সাথে চলে পরিচয় পর্ব। এ সময় বিডিএক্সপ্যাটের কাছে সবার প্রত্যাশা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও সবাই আলোকপাত করেন।
চা-সিঙ্গারার আড্ডায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিবিএল মানি ট্রান্সফারের সিইও মোঃ সাইদুর রহমান ফরাজী। তিনি বাংলাদেশের জন্যে রেমিটেন্সের গুরুত্ব, সঠিক উপায়ে ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠানোর প্রয়োজনীয়তা ও উপকারিতা তুলে ধরেন। এক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতাও কামনা করেন।
আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় চা-সিঙ্গারার আড্ডা। বাঙালি চিরায়ত পছন্দের চা-নাস্তার সাথে মন খুলে আড্ডা দিতে পেরে সবাই দারুণ আনন্দিত হয়। বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ও বাংলাদেশীদের পাশে থাকতে বিডিএক্সপ্যাটের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত প্রবাসীরা এবং সামনে বিডিএক্সপ্যাটের কার্যক্রমকে বেগবান করতে পরামর্শ দেন।
সংগঠনটির এক্সিকিউটিভ মুশফিকুর রহমান রিয়াজ, ড. মোহাম্মদ আলী তারেক, ডাঃ তানিয়া ইসলাম, রিবো আলম, আফনান জাফর ও পাভেল সারওয়ার এই আড্ডায় উপস্থিত ছিলেন।
সংগঠনের দায়িত্বশীলরা জানালেন, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রফেশনালদের সংযুক্ত করে বাংলা ভাষা, স্বাধীনতা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ, প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং, প্রবাসী শিশু-কিশোরদের মাঝে দেশপ্রেম বৃদ্ধি, পারস্পরিক বন্ধন ও বৈচিত্র্য প্রচারের ক্ষেত্রে কাজ করছে সংগঠনটি।