রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০০:০০

ইতালিতে বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

ইতালিতে বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন
ইতালি প্রতিনিধি ॥

ইতালির একটি ক্যাম্পে আহমেদ রাব্বি (২৪) নামে বাংলাদেশি যুবককে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে আরেক বাংলাদেশির বিরুদ্ধে। পুলিশ তার নাম প্রকাশ করেনি। এমিলিয়ানা নামক শহরে একটি ক্যাম্পে ৩০ অক্টোবর সোমবার আনুমানিক রাত ১০ টায় এ হত্যাকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, নিহত যুবক ঘুমন্ত অবস্থায় ছিল। নরসিংদীর রায়পুরায় নিহত রাব্বির গ্রামের বাড়ি বলে জানা যায়।

এ ঘটনার পর পুলিশ আসার আগেই বাংলাদেশি যুবক পালিয়ে যায়। পরে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স, পুলিশ এসে নিহত বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করে এবং পুলিশ আশেপাশের বসবাসকারীদেরকে সতর্ক করে। স্থানীয় গণমাধ্যমে বলছে, পরের দিন সকালে এ ঘটনায় জড়িতকে ফ্লাইং স্কোয়াডের সাহায্যে পুলিশ গ্রেফতার করে।

পারমার মেয়র মিশেল গুয়ের মনে করেন, এ ধরনের সহিংসতা আমাদের ভাবিয়ে তোলে। তাই সামাজিক, মানসিক সুস্থতা এবং অসুস্থতার বিষয়ে গুরুত্ব নিয়ে চিন্তা করতে হবে। ভাল খবর এই যে, পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করেছে। আইন তার সঠিক বিচার করবে। এদিকে এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা এবং এতে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়