রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০০:০০

ফিনল্যান্ডে বাঙালি কমিউনিটি তাম্পেরে নবাগত ছাত্রদের কর্মশালা

ফিনল্যান্ডে বাঙালি কমিউনিটি তাম্পেরে নবাগত ছাত্রদের কর্মশালা
ডাঃ শাকিলা সুলতানা শিলা, ফিনল্যান্ড থেকে ॥

ফিনল্যান্ডে বাঙালি কমিউনিটি তাম্পেরে আয়োজিত বিসিটি নবাগত ছাত্রদের কর্মশালা এক নভেম্বর বুধবার থেকে ৪ নভেম্বর শনিবার পর্যন্ত অনুষ্ঠিত হয়। বহিঃবিশ্বে ফিনল্যান্ডের পরিচিতি ছিল একসময় নোকিয়া ফোনের মাধ্যমে। তবে সাম্প্রতিক দশকগুলোতে ফিনল্যান্ডের উচ্চ শিক্ষার আন্তর্জাতিক মান, শিক্ষার্থীদের কম টিউশন ফিতে কিংবা কোনো কোনো ক্ষেত্রে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ, পর পর কয়েকবার বিশ্বে সুখী দেশের তালিকায় প্রথম স্থান অধিকার ইত্যাদি কারণে দেশটিতে বিদেশি ছাত্র, গবেষক ও ইমিগ্র্যান্ট প্রত্যাশীদের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে । এক্ষত্রে পিছিয়ে নেই বাংলাদেশও।

ফিনল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর তাম্পেরের তিনটি বিশ্বাবিদ্যালয় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে এসেছে প্রায় ৩০০ ছাত্র-ছাত্রী। এদের মধ্যে কেউ কেউ নিয়ে এসেছেন সাথে পরিবারও।

গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া ও যৌথ সংস্কৃতির বিপরীতে ফিনল্যান্ডের শীতমণ্ডলীয় আবহাওয়ায় ও ব্যক্তিবাদী সংস্কৃতিতে এসে প্রায় সকলেরই প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। মনের কোণে প্রতিনিয়ত উঁকি দেয় হাজারো প্রশ্ন। এর মধ্যে উল্লেখযোগ্য চ্যালেঞ্জসমূহ হলো : পার্ট-টাইম জব সার্চ, স্পাউসের ফিনিশ সমাজে ইন্টিগ্রেশন, সুলভ মূল্যে খাবার ও অন্যান্য জিনিসপত্র ক্রয় ও তার পরিবহন, ছাত্র হিসেবে কী কী সুবিধা আপনার প্রাপ্য, অসুস্থ হলে কোথায় ফোন করবেন, বাচ্চাদের ডে-কেয়ার ও স্কুলিংয়ের প্রক্রিয়া কী, জরুরি স্বাস্থ্য ও সোশ্যাল কেয়ার কোন কোন প্রেক্ষাপটে ও কোথা থেকে পাওয়া যেতে পারে , ফিনল্যান্ডে ব্যবসা করার কিংবা সফল উদ্যোক্তা হবার প্রক্রিয়া কী, ইঞ্জিনিয়ারিং, হেলথ কেয়ার বিজনেস এন্ড কর্পোরেট সেক্টরে কীভাবে ক্যারিয়ার গঠন করা যায়, কোথা থেকেই বা ম্যানেজ করবো ইন্টার্নশিপ প্লেস, কীভাবে লিখবো ফিনিশ আদলে বায়ো-ডাটা, অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ক্ষেত্রে ফিনিশ পুলিশ ও আইনের সাহায্য কিভাবে পেতে পারি ইত্যাদি।

বেঙ্গলি কমিউনিটি তাম্পেরে (বিসিটি)-এর অগ্রজ সদস্যরা, যাঁরা দীর্ঘদিন ফিনল্যান্ডে বসবাস করছেন ও স্ব স্ব কর্মক্ষেত্রে নিয়োজিত, তাঁরা উপরোক্ত চ্যালেঞ্জসমূহকে ব্যক্তিগত অভিজ্ঞতা ও হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করে নবাগতদের জন্যে আয়োজন করেছেন সপ্তাহব্যাপী উদ্দীপনাময় কর্মশালার। এই কর্মশালাটি মূলত হয় অনলাইন প্লাটফর্মে। কর্মশালাটি সমন্বয় করেন বেঙ্গলি কম্যুনিটির অগ্রজ সদস্য রাগীব আহসান এবং এটি আয়োজিত হচ্ছে বেঙ্গলি কমিউনিটি তাম্পেরে (বিসিটি)-র ব্যানারে।

দেড় থেকে ২ ঘন্টার কর্মশালার প্রতি সেশনে ছিলো মোটিভেশনাল স্পিকার ও প্রাত্যহিক জীবনে বহুল ব্যবহৃত ফিনিশ ভাষা শিক্ষার এক অনন্য সমন্বয়। উপরন্তু, বেঙ্গলি কমিউনিটি তাম্পেরে (বিসিটি) দৃঢ়ভাবে প্রত্যাশা করে যে, এই কর্মশালার মাধ্যমে তাম্পেরেতে বসবাসরত অগ্রজ ও অনুজ বাঙালি সদস্যদের মধ্যে গড়ে উঠবে এক অনিন্দ্য মেলবন্ধন।

প্রাত্যহিক জীবনের ভাষা শিক্ষার পাশাপাশি ওয়ার্কশপে উদ্দীপনা ও তথ্যমূলক বক্তব্য রাখেন : ১. ড. ছাইদুল কাজী (সিনিয়র লেকচারার, তাম্পেরে ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সাইন্সেস, মাল্টিকালচারাল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ), যিনি আলোকপাত করেন ফিনিশ কালচার ও ইন্টেগ্রেশন প্রসেস সম্পর্কে; ২. গবেষণা ও উন্নয়ন বিশেষজ্ঞ অধ্যাপক ড. এস এম শফিকুল আলম, যিনি ফিনল্যান্ডে গবেষণা ও উন্নয়ন কাজে বাস্তব অভিজ্ঞতা এবং নতুনদের জন্যে কাজের সুযোগ বিষয়ে আলোকপাত করেন; ৩. ফিনল্যান্ডের প্রিজমা-এস গ্রুপের সেলস্ অ্যান্ড ক্যাশ সার্ভিস বিশেষজ্ঞ শামীম জুবায়ের, যিনি গ্রাহক সেবা, সেলস্ এবং ক্যাশ সম্পর্কে নিজের অভিজ্ঞতাসহ উক্ত ক্যারিয়ার গঠনের সুযোগ বিষয়ে আলোকপাত করেন; ৪. মাহাবুবুর রহমান (চাইল্ড প্রটেকশন সোশ্যাল ওয়ার্কার, ওয়েলবিইং কাউন্টি অফ পিরকানমা), যিনি আলোকপাত করেন ফিনিশ চাইল্ড প্রটেকশন, ফ্যামিলি এন্ড চাইল্ড ওয়েলফেয়ার, ইমিগ্রেশন, পারিবারিক সহিংসতা, পুলিশ ও সেফহোম সম্পর্কে; ৫. আইটি ও সফটওয়্যার বিশেষজ্ঞ প্রকৌশলী আসিফ খন্দকার, যিনি ফিনল্যান্ডে আইটি সেক্টরে চাকরি এবং ইন্টার্নশিপের সুযোগ বিষয় আলোকপাত করেন; ৬. জারা, তাম্পেরে-এর মার্চ্যান্ডাইজার আফ্রিদা বিনতে আতাউর, যিনি ফিনল্যান্ডে তার ব্যক্তিগত ইন্টিগ্রেশনের অভিজ্ঞতা ও কর্পোরেট সেক্টরের ক্যারিয়ার গঠনের সুযোগগুলো তুলে ধরেন; ৭. ফিনল্যান্ডের তাম্পেরেতে বাংলাদেশী সফল উদ্যোক্তা সোহেল মুন্সি, এমবিএ, যিনি ফিনল্যান্ডে ব্যবসায় ও উদ্যোক্তা বিষয়ক সমস্ত প্রক্রিয়া ও কৌশল আলোচনা করেন; ৮. পিএইচডি গবেষক এবং মেডিকেল ডাক্তার ডাঃ শাকিলা সুলতানা শিলা, যিনি ফিনিশ চিকিৎসা ব্যবস্থা নিয়ে সাধারণ ধারণা এবং ফিনল্যান্ডে চিকিৎসা পেশায় আগ্রহীদের নির্দেশনা প্রদান করেন।

কর্মশালাটি শেষ হয় মনোরম সংগীত সন্ধ্যা ও কফি গ্যাদারিং-এর মাধ্যমে। সংগীত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অনন্তিকা চক্রবর্তী, ফারহানা আঁখি, রাগীব আহসান, সৃষ্টি, শফিকুল আলম, পার্থ সারথী মজুমদার, শাকিলা সুলতানা শিলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়