প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০
মাল্টা আওয়ামী লীগের পাল্টাপাল্টি সম্মেলন
একাংশের সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক জাকারিয়া
মাল্টা আওয়ামী লীগের পাল্টাপাল্টি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ ও ১৫ অক্টোবর শনিবার এবং রোববার পৃথক দুটি সম্মেলন করা হয়। মাল্টার স্থানীয় হল রুমে এ সম্মেলন শেষ হয়। পৃথক এ সম্মেলনে একাংশের সভাপতি নাজমুল হক এবং সাধারণ সম্পাদক মুন্সি জাকারিয়া এবং অপর অংশের সভাপতি সাবেক সাধারণ সম্পাদক কাউসার আমিন হাওলাদার ও সাধারণ সম্পাদক হয়েছেন রাজীব দাস।
|আরো খবর
জানা গেছে, কোন্দলের জের ধরে পৃথক পৃথক দুটি সম্মেলন করে দুজন সভাপতি ও দুজন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
একাংশের সম্মেলনের প্রথম পর্বে প্রতিষ্ঠাতা সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভা এবং চলমান বর্তমান পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় পর্বে নতুন পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সাবেক সভাপতি মশিয়ার রহমানের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে আগামী তিন বছরের জন্যে সভাপতি হিসেবে নাজমুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে মুন্সী জাকারিয়া'র নাম ঘোষণা করা হয়।
এ সময় বিদায়ী সভাপতি নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে একান্ত আন্তরিকতার সাথে দলীয় স্বার্থে সকল প্রকার কর্মকাণ্ডে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। জানা গেছে, এই সম্মেলনের পরে ইউরোপের অন্যান্য দেশের মত মাল্টা আওয়ামী লীগও বিভক্ত হয়ে গেলো।