বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০

খালেদা জিয়ার দ্রুত বিদেশে সুচিকিৎসার দাবি জার্মান বিএনপির

খালেদা জিয়ার দ্রুত বিদেশে সুচিকিৎসার দাবি জার্মান বিএনপির
হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে ॥

গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও দ্রুত বিদেশে সুচিকিৎসার দাবিতে এবং অবিলম্বে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জার্মান চ্যান্সেলর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জার্মানি শাখা বিএনপি। বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঐতিহাসিক বার্লিন গেট থেকে শুরু করে চ্যান্সেলর ভবন পর্যন্ত লং মার্চ করেছেন। সোমবার স্থানীয় সময় এগারোটায় শুরু হয়ে এই কর্মসূচি চলে দুপুর একটা পর্যন্ত।

লংমার্চ এবং অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়া, সাধারণ সম্পাদক গনি সরকার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক খান সহ দলের শীর্ষ নেতারা। মাননবন্ধনে আরও উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম সেন্টু, সাংগঠনিক সম্পাদক কাজী সুরুজ, শরিয়ত খান মিঠু, জার্মান যুবদল সভাপতি আনহার মিয়া এবং সাধারণ সম্পাদক বকুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন তারা।

জার্মানি বিএনপির নেতারা বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জোর দাবি জানান। বিএনপি নেতারা অবিলম্বে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়